সংক্ষিপ্ত
বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজ হেরে গেলেও, টেস্ট সিরিজে ২-০ জয় পেল ভারতীয় দল। রবিবার বড়দিনের উপহার হিসেবে দেশবাসীকে জয় এনে দিল টিম ইন্ডিয়া।
দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন ভারতীয় দলের উপর চাপ তৈরি করেছিল বাংলাদেশ। লড়াই করে জয় ছিনিয়ে নিতে হয়েছে। ভারতকে ম্যাচ জেতানোর পর এ কথা স্বীকার করে নিলেন রবিচন্দ্রন অশ্বিন। এই তারকা অলরাউন্ডার বলেছেন, 'যে কোনও দলই এই ম্যাচ জিততে পারত। বাংলাদেশ এই ম্যাচে খুব ভাল খেলেছে। আমাদের যথেষ্ট লড়াই করে এই ম্যাচ জিততে হল। এই ধরনের পরিস্থিতিতে লড়াই করে জয় ছিনিয়ে নিতে হয়। বাংলাদেশ খুব ভাল বোলিং করেছে। তবে আমাদের রক্ষণের উপর ভরসা করা প্রয়োজন ছিল। শ্রেয়াসকে (আইয়ার) সাহায্য করা দরকার ছিল আমার। আমি ঠিক সেটাই করার চেষ্টা করেছি। পিচ একটু মন্থর ছিল কিন্তু মোটের উপর ভাল পিচই ছিল। তবে বাংলাদেশের বোলাররা যেভাবে বোলিং করেছে, সেটাই পার্থক্য গড়ে দেয়। বাংলাদেশ আমাদের প্রচণ্ড চাপে ফেলে দেয়। ওরা খুব ভাল পারফরম্যান্স দেখিয়েছে। আমরাও লড়াই করে জয় পেলাম।'
বাংলাদেশের বিরুদ্ধে এই টেস্ট ম্যাচ জেতার জন্য দ্বিতীয় ইনিংসে ভারতের দরকার ছিল ১৪৫ রান। কিন্তু এই রান তুলতে গিয়েই সমস্যায় পড়ে যায় ভারতীয় দল। তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল ৪ উইকেটে ৪৫। চতুর্থ দিন সকালে আউট হয়ে যান জয়দেব উনাদকাট (১৩), ঋষভ পন্থ (৯) ও অক্ষর প্যাটেল (৩৪)। ৭৪ রানে ৭ উইকেট খুইয়ে বসে ভারতীয় দল। সেই অবস্থা থেকে পাল্টা লড়াই করে দলকে ম্যাচ ও সিরিজ জেতান অশ্বিন ও শ্রেয়াস। অশ্বিন ৬২ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। শ্রেয়াস ৪৬ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি। এই ২ ব্যাটার টিকে না থাকতে পারলে হয়তো টেস্ট ম্যাচে ভারতের বিরুদ্ধে প্রথম জয় পেতে পারত বাংলাদেশ। কিন্তু সেটা হতে দেননি অশ্বিন ও শ্রেয়াস।
এই ম্যাচে ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও সাফল্য পেয়েছেন অশ্বিন। প্রথম ইনিংসে ৭১ রান দিয়ে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৬৬ রান দিয়ে ২ উইকেট নেন এই অফস্পিনার। তবে বোলিংয়ের চেয়েও বেশি প্রশংসিত হচ্ছে চাপের মুখে তাঁর অসাধারণ ব্যাটিং। অতীতেও বারবার তাঁর ব্যাটিং দক্ষতার পরিচয় পাওয়া গিয়েছে। টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে দলকে জেতান অশ্বিন। ফের দলকে জয় এনে দিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
আরও পড়ুন-
অশ্বিন-শ্রেয়াসের দুরন্ত লড়াই, বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৩ উইকেটে জয় ভারতের
খারাপ ফর্মের জের, শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে বাদ পড়তে পারেন কে এল রাহুল