ফের ব্যর্থ বিরাট-রাহুল, বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে বিপাকে ভারত

Published : Dec 24, 2022, 04:55 PM ISTUpdated : Dec 24, 2022, 10:19 PM IST
T20 World Cup 2022 Virat Kohli

সংক্ষিপ্ত

জমে উঠেছে ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ। তৃতীয় দিনের শেষে ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছে ভারতীয় দল।

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে সহজ জয় পেলেও, দ্বিতীয় টেস্ট ম্যাচে হঠাৎই চাপে পড়ে গেল ভারতীয় দল। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৪ উইকেট হারিয়ে ৪৫।  জয়ের জন্য এখনও ১০০ রান দরকার ভারতীয় দলের। এখন ক্রিজে অক্ষর প্যাটেল (২৬) ও জয়দেব উনাদকাট (৩)। তবে প্রথম ইনিংসে অসাধারণ পারফরম্যান্স দেখানো ঋষভ পন্থ ও শ্রেয়াস আইয়ার এখনও ব্যাটিং করতে নামেননি। রবিচন্দ্রন অশ্বিনও এখনও ক্রিজে নামেননি। তিনিও যথেষ্ট নির্ভরযোগ্য ব্যাটার। ফলে ৪ উইকেট হারালেও, এখনও ভারতীয় দলের জয়ের সম্ভাবনা রয়েছে। তবে চতুর্থ দিনের প্রথম সেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সেশনে যদি ভারতীয় দল উইকেট না হারায়, তাহলে জয় নিশ্চিত। বাংলাদেশের বোলাররা ভারতের ব্যাটিং লাইনআপে ধস নামানোর চেষ্টা করবেন। ফলে পন্থ, শ্রেয়াসদের সামনে কঠিন লড়াই। ভারতীয় দলকে এই টেস্ট ম্যাচ জেতাতে হলে তাঁদের বাড়তি দায়িত্ব নিতে হবে।

এই সিরিজে ভারতের অধিনায়ক কে এল রাহুলের রানের খরা চলছেই। এই ম্যাচের প্রথম ইনিংসে ১০ রান করার পর দ্বিতীয় ইনিংসে তিনি করলেন মাত্র ২ রান। অধিনায়ক হিসেবে নিজের দায়িত্ব পালন করতে পারছেন না রাহুল। বিরাট কোহলিও এই টেস্ট ম্যাচে বড় রান পেলেন না। প্রথম ইনিংসে ২৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে মাত্র ১ রান করলেন বিরাট। ভারতের ওপেনার শুবমান গিলও এই টেস্ট ম্যাচে ব্যর্থ। প্রথম ইনিংসে ২০ রান করার পর দ্বিতীয় ইনিংসে শুবমান করলেন ৭ রান। দ্বিতীয় ইনিংসে ৬ রান করলেন চেতেশ্বর পূজারা। 

এর আগে এই টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২৩১ রানে অলআউট হয়ে যায়। লড়াই করলেন ওপেনার জাকির হাসান (৫১) ও লিটন দাস (৭৩)। নুরুল হাসান (৩১) ও তাসকিবন আহমেদও (৩১) কিছুটা লড়াই করেন। দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের হয়ে ৬৮ রান দিয়ে ৩ উইকেট নেন অক্ষর। ৪১ রান দিয়ে ২ উইকেট নেন মহম্মদ সিরাজ। ৬৬ রান দিয়ে ২ উইকেট নেন অশ্বিন। ১৭ রান দিয়ে ১ উইকেট নেন উনাদকাট। ৩২ রান দিয়ে ১ উইকেট নেন উমেশ যাদব।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচ জিততেই হবে ভারতীয় দলকে। হেরে গেলে বিরাটদের দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার আশা কার্যত শেষ হয়ে যাবে।

আরও পড়ুন-

পিসিবি-র কার্যনির্বাহী প্রধান নির্বাচক নিযুক্ত প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি

অর্থই সব নয়, স্যামন কারানের রেকর্ড দর প্রসঙ্গে মন্তব্য আইপিএল চেয়ারম্যানের

শুক্রবার হল আইপিএল নিলাম, শাকিব, লিটন-সহ ৮ ক্রিকেটারকে নিল কেকেআর

PREV
click me!

Recommended Stories

IND vs SA T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গেলেন অক্ষর প্যাটেল, পরিবর্ত কে?
Messi in Delhi: ভারতীয় দলের জার্সি এবং টি-২০ ক্রিকেট বিশ্বকাপের টিকিট উপহার মেসিকে, দিল্লীতে মেসি ম্যাজিক