
Mohammed Siraj: জল্পনার অবসান এবং কড়া শাস্তি! ঐতিহাসিক লর্ডসে পঞ্চম দিনের খেলা শুরুর আগেই শাস্তি পেলেন ভারতীয় ক্রিকেট দলের নির্ভরযোগ্য পেস বোলার মহম্মদ সিরাজ। আর এই শাস্তির এঁড়ে রীতিমতো চাপ বেড়েছে সিরাজের উপর।
আসলে ইংল্যান্ড ওপেনার বেন ডাকেটকে আউট করে তাঁকে ধাক্কা মারা এবং উত্তেজিত হয়ে কথাবার্তা বলার জন্যই এই শাস্তি পেলেন মহম্মদ সিরাজ। তাঁর ম্যাচ ফি-র ১৫% কেটে নেওয়া হয়েছে বলে খবর। সেইসঙ্গে, দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি।
মাত্র ২৪ মাসের মধ্যে এটি তাঁর নামের পাশে দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট। আর দু’বার যদি তিনি ডিমেরিট পয়েন্ট পান, তাহলে একটি টেস্ট থেকে নির্বাসিত হতে হবে মহম্মদ সিরাজকে। বিশেষত, যেভাবে তিনি মাঠের মধ্যে উত্তেজিত থাকছেন, তাতে আম্পায়ারের নজরে পড়ার সম্ভাবনা অনেক বেশি। তাই নিজের মেজাজ এবং আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হবে ভারতীয় এই প্রতিভাবান পেসারকে।
রবিবার, ইনিংসের শুরু থেকেই সিরাজকে আক্রমণ করার চেষ্টা করে যাচ্ছিলেন ইংল্যান্ডের দুই ওপেনার। দিনের ষষ্ঠ ওভারে সিরাজের বল পুল করেন বেন ডাকেট এবং মিড অনে দাঁড়িয়ে থাকা যশপ্রীত বুমরা সোজা ক্যাচ লুফে নেন। সঙ্গে সঙ্গে ডাকেটের সামনে গিয়ে ‘কাম অন, কাম অন’ বলে চিৎকার শুরু করে দেন সিরাজ। সেই উৎসবে আবার যোগ দেন দলের বাকি ক্রিকেটাররাও।
তিনি সিরাজকে পাশ কাটিয়ে ড্রেসিংরুমের দিকে টানটান হাঁটা লাগান। তখনই কাঁধ দিয়ে ডাকেটকে হালকা ধাক্কা মারেন সিরাজ। এবার সেই অপরাধেরই শাস্তি পেতে হল তাঁকে। অর্থাৎ, ইংল্যান্ড ওপেনার বেন ডাকেটকে আউট করে তাঁকে ধাক্কা মারা এবং উত্তেজিত হয়ে কথাবার্তা বলার জন্যই এই শাস্তি পেলেন মহম্মদ সিরাজ। তাঁর ম্যাচ ফি-র ১৫% কেটে নেওয়া হয়েছে বলে খবর। সেইসঙ্গে, দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।