
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৪-১ জয় পাওয়ার পরেই ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে দিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। শনিবার ধরমশালা টেস্ট ম্যাচে ইনিংসে জয় পাওয়ার পর তিনি বলেছেন, যেদিন মনে করবেন ভালো খেলতে পারছেন না, সেদিনই অবসরের সিদ্ধান্ত নেবেন। নিজেকে যোগ্য মনে না করলেই টিম ম্যানেজমেন্টকে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে দেবেন। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন ভারতের অধিনায়ক। ধরমশালা টেস্ট ম্যাচেও শতরান করেছেন রোহিত। ফলে আপাতত তিনি অবসরের সিদ্ধান্ত নিচ্ছেন না। আরও কিছুদিন তাঁকে জাতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে।
অবসর নিয়ে ভাবনা রোহিতের
অবসরের পরিকল্পনা সম্পর্কে রোহিত বলেছেন, ‘যদি কোনওদিন ঘুম থেকে উঠে আমার মনে হয়, আমি আর খেলার মতো যথেষ্ট যোগ্য না, আমি আর নিজেকে ক্রিকেট খেলার মতো ভালো বলে মনে করছি না, তাহলে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলব এবং ওদের সে কথা জানিয়ে দেব। কিন্তু সত্যি বলছি, গত ২-৩ মাসে আমার পারফরম্যান্সের উন্নতি হয়েছে। আমি সেরা ক্রিকেট খেলছি।’
ক্রিকেট উপভোগ করতে চাইছেন রোহিত
ভারতের অধিনায়ক বলেছেন, ‘আমি পরিসংখ্যান নিয়ে খুব বেশি মাথা ঘামাই না। বড় রান করা গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের দলে ক্রিকেট খেলার যে সংস্কৃতি আছে, তাতে বদল আনতে চাইছি। আমাদের দলের খেলোয়াড়রা অনেক বেশি স্বাধীনতা নিয়ে খেলছে। আমাদের দল থেকে পরিসংখ্যানের বিষয়টা সম্পূর্ণ বাদ দিতে চাই। আমাদের দলের কেউ পরিসংখ্যানের কথা ভাবছে না। ওরা কেউ ব্যক্তিগত স্কোরের দিকে তাকাচ্ছে না। ভালো খেললে রান এমনিতেই আসবে। আমরা ঠিক সেটাই চাইছ। দলের সবাইকে খেলা উপভোগ করতে হবে। আমার কাছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
India Vs England: 'বাজবল, বাত্তি গুল,' ইংল্যান্ডকে কটাক্ষ সেহবাগের
BCCI: ম্যাচ প্রতি ৪৫ লক্ষ টাকা, টেস্ট দলের সদস্যদের জন্য ইনসেনটিভ ঘোষণা বিসিসিআই-এর
India Vs England: ধরমশালা টেস্টে ইনিংস ও ৬৪ রানে জয় ভারতের, সিরিজ ৪-১