৭ মার্চ ধরমশালায় শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ। ভারতীয় দল ইতিমধ্যই সিরিজ জিতে নিয়েছে। ফলে সিরিজের নিরিখে ধরমশালার ম্যাচ গুরুত্বহীন।
রাঁচি টেস্টে বিশ্রামে থাকলেও, ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচে ভারতীয় দলে ফিরলেন তারকা পেসার জসপ্রীত বুমরা। তবে ধরমশালা টেস্টেও খেলতে পারছেন না তারকা ব্যাটার কে এল রাহুল। বারবার ব্যর্থতার পরেও দলে আছেন রজত পতিদার। তবে তাঁকে ধরমশালায় খেলার সুযোগ দেওয়া হবে না বলেই টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গিয়েছে। ধরমশালায় টেস্ট অভিষেক হতে চলেছে দেবদত্ত পাড়িক্কলের। ধরমশালা টেস্ট ম্যাচের জন্য ঘোষিত ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, রজত পতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটকিপার), কে এস ভরত (উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার ও আকাশ দীপ।
রাহুলের চোট নিয়ে উদ্বেগে বিসিসিআই
হায়দরাবাদে ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট ম্যাচের চতুর্থ দিন ডান পেশির উরুতে চোট পান রাহুল। তাঁর সেই চোট এখনও সারেনি। এই তারকা ব্যাটারের চোটের উপর নজর রাখছে বিসিসিআই মেডিক্যাল টিম। ২০২৩ সালে লন্ডনে গিয়ে যে শল্য চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে অস্ত্রোপচার করান রাহুল, এবার সেই চিকিৎসকেরই পরামর্শ নিচ্ছেন তিনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে অসাধারণ ফর্মে বুমরা
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে এখনও পর্যন্ত ৩টি টেস্ট ম্যাচ খেলে ১৭ উইকেট নিয়েছেন বুমরা। অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন এই পেসার। তাঁর বোলিং সামাল দিতে গিয়ে সমস্যায় পড়েছেন ইংরেজ ব্যাটাররা। রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিনও দুর্দান্ত বোলিং করছেন। রাঁচি টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ভালো বোলিং করেন বাংলার পেসার আকাশ দীপ। এই পেসার অভিষেক টেস্টে ভালো পারফরম্যান্স দেখানোর পর ধরমশালাতেও খেলার সুযোগ পেতে পারেন আকাশ দীপ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
India Vs England: নেই কে এল রাহুল, ধরমশালায় টেস্ট অভিষেক হচ্ছে দেবদত্ত পাড়িক্কলের
Shubman Gill: বিমানবন্দরে নিরাপত্তারক্ষী সতীর্থর বাবা, শুভেচ্ছা বিনিময় শুবমানের