India Vs England: রোহিতের অপরাজিত অর্ধশতরান, ধরমশালায় প্রথম দিন দাপট ভারতের

Published : Mar 07, 2024, 05:00 PM ISTUpdated : Mar 07, 2024, 05:37 PM IST
Rohit Sharma

সংক্ষিপ্ত

বিশাখাপত্তনম, রাজকোট, রাঁচির পর ধরমশালা, ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর চার ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স ভারতীয় দলের। সিরিজের ফল ৪-১ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল।

ধরমশালা টেস্ট ম্যাচের প্রথম দিনের শেষে দারুণ জায়গায় ভারতীয় দল। প্রথম ইনিংসে ২১৮ রানে অলআউট হয়ে গিয়েছে ইংল্যান্ড। জবাবে দিনের শেষে ভারতীয় দলের স্কোর ১ উইকেটে ১৩৫। ৫২ রান করে অপরাজিত অধিনায়ক রোহিত শর্মা। ২৬ রান করে অপরাজিত শুবমান গিল। ৫৮ বলে ৫৭ রানের অসাধারণ ইনিংস খেলে আউট হয়ে গিয়েছেন যশস্বী জয়সোয়াল। ইংল্যান্ডের হয়ে একমাত্র উইকেট নিয়েছেন শোয়েব বশির। শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিন দলের রান যত বেশি সম্ভব বাড়িয়ে নিয়ে যাওয়াই রোহিত-শুবমানদের লক্ষ্য থাকবে। প্রথম ইনিংসে বড় লিড নিতে পারলে এই ম্যাচেও ভারতীয় দলের জয় নিশ্চিত হয়ে যাবে।

টসে জিতেও বিপাকে ইংল্যান্ড

বৃহস্পতিবার ধরমশালা টেস্ট ম্যাচের প্রথম দিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। ইনিংসের শুরুটা ভালো করেন ওপেনার জাক ক্রলি (৭৯) ও বেন ডাকেট (২৭)। প্রথম সেশনে ইংল্যান্ডের স্কোর ছিল ২ উইকেটে ১০০। কিন্তু দ্বিতীয় সেশনে ম্যাচের রং বদলে যায়। ১৩৭ রানে তৃতীয় উইকেট হারানোর পর ২১৮ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ভারতের হয়ে ১০ উইকেটই নিয়েছেন স্পিনাররা। ৭২ রান দিয়ে ৫ উইকেট নেন কুলদীপ যাদব। শততম টেস্ট ম্যাচ খেলতে নেমে ৫১ রান দিয়ে ৪ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। ১৭ রান দিয়ে ১ উইকেট নেন রবীন্দ্র জাডেজা।

প্রথম ইনিংসে বড় লিডের লক্ষ্যে ভারত

শুক্রবার ধরমশালা টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম সেশনে রোহিত ও শুবমান ভালো ব্যাটিং করতে পারলে প্রথম ইনিংসে বড় লিড নিতে পারবে ভারতীয় দল। অভিষেক টেস্টে ভালো ব্যাটিংয়ের লক্ষ্যে দেবদত্ত পাড়িক্কল। ধ্রুব জুরেল, সরফরাজ খানও বড় স্কোরের লক্ষ্যে। ফলে ফের লজ্জাজনক হারের মুখে পড়তে পারে ইংল্যান্ড।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Ravichandran Ashwin: 'হাসপাতাল থেকেই টেস্ট ম্যাচে ফিরে যেতে বলেন মা,' আবেগপ্রবণ অশ্বিন

Sachin Tendulkar: ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে মুনাওয়ার ফারুকির বলে আউট সচিন!

World Test Championship: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার শীর্ষে ভারত

PREV
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?