সংক্ষিপ্ত

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল খেলোয়াড় রবিচন্দ্রন অশ্বিন এবার শততম টেস্ট ম্যাচ খেলতে নামছেন। ধরমশালায় খেলতে নামার আগে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অশ্বিন।

রাজকোট টেস্ট ম্যাচ চলাকালীন মায়ের অসুস্থতার জন্য চেন্নাই ফিরে গিয়েছিলেন। মায়ের কথাতেই রাজকোটে ফিরে সেই ম্যাচে খেলেন রবিচন্দ্রন অশ্বিন। ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচের আগে এই অফস্পিনার জানিয়েছেন, ‘আমি যখন রাজকোট থেকে চেন্নাই পৌঁছে বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে যাই, মা তখন ঘুমোচ্ছিলেন। সেই সময় তাঁর চেতনা ছিল না। সেই অবস্থাতেই তিনি আমাকে জিজ্ঞাসা করেন, এখানে এসেছো কেন? এরপর তিনি যখন চেতনা ফিরে পান, তখন আমাকে বলেন, আমার মনে হয় তোমার ফিরে যাওয়া উচিত। কারণ, টেস্ট ম্যাচ চলছে। মায়ের এই কথা শুনে আমি চেন্নাই থেকে রাজকোট ফিরে আবার মাঠে নেমে পড়ি।’

শততম টেস্টের আগে আবেগপ্রবণ অশ্বিন

ধরমশালায় শততম টেস্ট ম্যাচ খেলতে নামছেন অশ্বিন। ফলে এই ম্যাচ তাঁর কাছে আলাদা। ধরমশালায় খেলতে নামার আগে এই অফস্পিনার শুধু মা নয়, পরিবারের সবার অবদানের কথাই উল্লেখ করেছেন। পেশাদার ক্রিকেটার হয়ে ওঠার পথে বাবা-মায়ের সিদ্ধান্ত ও স্বপ্ন যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সে কথাও উল্লেখ করেছেন অশ্বিন। তিনি বলেছেন, ‘আমার ক্রিকেটার হয়ে ওঠা এবং কেরিয়ার গড়ে তোলার ক্ষেত্রে পরিবারের সবার অবদান আছে। আমার ক্রিকেটার হয়ে ওঠার পথ সহজ ছিল না। আমার পরিবারের সবার উপর প্রচুর চাপ পড়েছে। বাবা-মাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। ওঁদের অনেক ওঠা-পড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমাকেও অনেক ওঠা-পড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। অনেক আবেগঘন মুহূর্তও এসেছে।’

টেস্টে ৫০০ উইকেট অশ্বিনের

রাজকোট টেস্ট ম্যাচেই ৫০০ উইকেট পূর্ণ করেন অশ্বিন। রাঁচি টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে নতুন নজির গড়েন এই অফস্পিনার। তিনি টেস্টে ৩৫ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। ধরমশালা টেস্টেও ভালো পারফরম্যান্সের লক্ষ্যে অশ্বিন

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs England: ধরমশালা টেস্টের একাদশ ঘোষণা ইংল্যান্ডের, ফিরলেন মার্ক উড

Rinku Singh: হঠাৎ শৈলশহরে কেকেআর তারকা, ধরমশালায় টেস্ট অভিষেক হচ্ছে রিঙ্কু সিংয়ের?

Rohit Sharma: হেলিকপ্টারে ধরমশালা পৌঁছলেন রোহিত শর্মা, ভাইরাল ভিডিও