India Vs England: হায়দরাবাদ টেস্ট ম্যাচে টসে জিতে ব্যাটিং ইংল্যান্ডের

বৃহস্পতিবার সকালে হায়দরাবাদে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হল। এই ম্যাচ জিতে সিরিজের শুরুটা ভালোভাবে করতে মরিয়া রোহিত শর্মারা।

Soumya Gangully | Published : Jan 25, 2024 4:01 AM IST / Updated: Jan 25 2024, 11:03 AM IST

হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। বুধবারই এই ম্যাচের দল ঘোষণা করে দেয় ইংল্যান্ড। দলে আছেন- জাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটকিপার), রেহান আহমেদ, টম হার্টলি, মার্ক উড ও জ্যাক লিচ। ভারতীয় দলে আছেন- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, কে এল রাহুল, শ্রেয়াস আইয়ার, রবীন্দ্র জাদেজা, শ্রীকর ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ।

টসে হেরে অখুশি রোহিত

টসের পর ভারতের অধিনায়ক রোহিত বলেছেন, ‘আমরাও টসে জিতলে প্রথমে ব্যাটিং করতাম। পিচ দেখে শুকনো মনে হচ্ছে। আমরা প্রথমে ব্যাটিং করি বা বোলিং, সবেতেই  দক্ষতা আছে। আমাদের দলের সবাই ভালো খেলার জন্য তৈরি। আশা করি আমরা ভালো পারফরম্যান্স দেখাতে পারব। আমি প্রথমবার ৫ টেস্ট ম্যাচের সিরিজ খেলছি। এই সিরিজ কঠিন হতে চলেছে। তবে আমরা চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি। আমরা এই পরিবেশ-পরিস্থিতিতে অতীতে খেলেছি। কী করতে হয় আমরা জানি।’

ওপেনিং থেকে সরলেন শুবমান

হায়দরাবাদে যশস্বী ও রোহিত ব্যাটিং ওপেন করবেন। ফলে ৩ নম্বরে ব্যাটিং করতে হবে শুবমানকে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ব্যাটিং ওপেন করলে একটু বেশি সুবিধা পাওয়া যায়। ক্রিজে গিয়ে শান্ত থাকতে পারলে এবং ব্যাটিংয়ের পর্যালোচনা করলে সাফল্য পাওয়া যায়। আমি ৩ নম্বরে ব্যাটিং করতে ভালোবাসি। আশা করি আমি দীর্ঘক্ষণ ক্রিজে থাকতে পারব। আমরা এই উইকেট ও পরিবেশে খেলতে অভ্যস্ত। রান করার সুযোগ পেলে কাজে লাগাতে হবে। গত বছর আমি সাদা বলের ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখাতে পেরেছি। আশা করি এ বছর লাল বলের ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখাতে পারব।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Shoaib Bashir: ভিসা পেলেন, কয়েকদিনের মধ্যেই ভারতে আসছেন শোয়েব বশির

Suryakumar Yadav: পরপর ২ বার আইসিসি টি-২০ বর্ষসেরা ক্রিকেটার সূর্যকুমার যাদব

Read more Articles on
Share this article
click me!