রবিচন্দ্রন অশ্বিন তৃতীয় দিন খেলতে না পারলেও ভারতীয় দলের কোনও সমস্যা হচ্ছে না। রাজকোট টেস্ট ম্যাচে জয়ের আশা বাড়িয়ে দিলেন মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাডেজারা।
স্পিনারদের সামলানোর জন্য তৈরি ছিলেন ইংল্যান্ডের ব্যাটাররা। কিন্তু তাঁদের সামনে ভয়ঙ্কর হয়ে উঠলেন মহম্মদ সিরাজ। কী হচ্ছে বুঝে ওঠার আগেই প্রথম ইনিংসে অলআউট হয়ে গেল ইংল্যান্ড। ভারতের ৪৪৫ রানের জবাবে প্রথম ইনিংসে ইংল্যান্ড করল ৩১৯ রান। ফলে প্রথম ইনিংসে ১২৬ রানে এগিয়ে ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে বড় স্কোর করতে পারলে রাজকোট টেস্ট ম্যাচ জিতে সিরিজে ২-১ এগিয়ে যাবেন রোহিত শর্মারা। পারিবারিক সমস্যায় রবিচন্দ্রন অশ্বিন এই ম্যাচে আর না খেললেও, সিরাজ, কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজা, জসপ্রীত বুমরা যেভাবে বোলিং করলেন, তাতে দ্বিতীয় ইনিংসেও ইংল্যান্ডের ব্যাটাররা বিশেষ সুবিধা করতে পারবেন না বলেই মনে হচ্ছে।
সিরাজের অসাধারণ বোলিং
রাজকোট টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন অলি পোপের উইকেট নেন সিরাজ। তৃতীয় দিন আরও ৩টি উইকেট নিলেন এই পেসার। তাঁর শিকার হলেন বেন ফোকস, রেহান আহমেদ ও জেমস অ্যান্ডারসন। ৮৪ রান দিয়ে ৪ উইকেট নিলেন সিরাজ। ৭৭ রান দিয়ে ২ উইকেট নেন কুলদীপ। ৫১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন জাডেজা। ৫৪ রান দিয়ে ১ উইকেট নেন বুমরা। ৩৭ রান দিয়ে ১ উইকেট নেন অশ্বিন।
তৃতীয় দিন ধসে গেল ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ
রাজকোট টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা দেখে মনে হচ্ছিল লড়াই করবে ইংল্যান্ড। কিন্তু তৃতীয় দিন অধিনায়ক বেন স্টোকস ছাড়া অন্য কোনও ব্যাটার লড়াই করতে পারেননি। বেন ডাকেট ১৫৩ রান করে আউট হয়ে যান। স্টোকস করেন ৪১ রান। ফোকস ১৩ রান করেন। দ্বিতীয় দিন ৩৯ রান করেন পোপ। জাক ক্রলি করেন ১৫ রান। জো রুট করেন ১৮ রান। এছাড়া ইংল্যান্ডের অন্য কোনও ব্যাটার ২ অঙ্কের রান করতে পারেননি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Ravinchandran Ashwin: অসুস্থ রবিচন্দ্রন অশ্বিনের মা, প্রার্থনা হরভজন সিংয়ের
Vidyuth Jaisimha: টিম বাসে মদ্যপান, সাসপেন্ড হায়দরাবাদ মহিলা দলের প্রধান কোচ