সংক্ষিপ্ত

পারিবারিক সমস্যায় রাজকোট টেস্ট ম্যাচ চলাকালীন বাড়ি ফিরে গিয়েছেন ভারতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। তিনি আর এই ম্যাচে খেলছেন না।

মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় রাজকোট থেকে চেন্নাই ফিরে গিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর পক্ষে আর এই ম্যাচে খেলা সম্ভব হচ্ছে না। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসের সম্মতিক্রমে অশ্বিনের পরিবর্তে মাঠে নেমেছেন দেবদত্ত পাড়িক্কল। এই পরিস্থিতিতে অশ্বিনের পরিবারের জন্য প্রার্থনা করার কথা জানিয়েছেন প্রাক্তন অফস্পিনার হরভজন সিং। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘প্রিয় রবিচন্দ্রন অশ্বিন, বছরের পর বছর ধরে তুমি সাফল্য অর্জনের মাধ্যমে ১৪০ কোটি ভারতীয়কে আনন্দ দিয়ে এসেছো। যাঁরা তোমার পরিবারের জন্য প্রার্থনা করছেন এবং শুভেচ্ছা জানাচ্ছেন তাঁদের মধ্যে আমিও আছি।’

অশ্বিনের পাশে ইউসুফ পাঠান

হরভজনের মতোই পারিবারিক সমস্যার মুহূর্তে অশ্বিনের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটার ইউসুফ পাঠান। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে অশ্বিনকে বিশেষ বার্তা পাঠিয়েছেন। তাঁর পরিবারের সবকিছু ঠিক হয়ে যাবে বলে আশা প্রকাশও করেছেন ইউসুফ। তিনি লিখেছেন, ‘টেস্টে ৫০০ উইকেট নেওয়ার জন্য রবিচন্দ্রন অশ্বিনকে অভিনন্দন জানাই। ক্রিকেটে এটা অনেক বড় সাফল্য অর্জন। আমি শুনেছি তুমি পারিবারিক সমস্যায় এই ম্যাচে আর খেলবে না। আশা করি সবকিছু ঠিক আছে।’

 

 

দ্বিতীয় দিনের পর আর রাজকোট টেস্টে নেই অশ্বিন

রাজকোট টেস্ট ম্যাচের প্রথম দিন ভালো ব্যাটিং করেন অশ্বিন। দ্বিতীয় দিন জাক ক্রলির উইকেট নিয়ে দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেট নেন এই অফস্পিনার। কিন্তু পারিবারিক সমস্যায় তাঁর পক্ষে আর এই ম্যাচে খেলা সম্ভব হচ্ছে না। বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘টেস্ট দল থেকে অব্যাহতি নিয়েছে রবিচন্দ্রন অশ্বিন। ওর পরিবারে জরুরি চিকিৎসা সংক্রান্ত সমস্যা তৈরি হওয়ায় ও অবিলম্বে টেস্ট দল থেকে অব্যাহতি নিয়েছে। এই কঠিন পরিস্থিতিতে ওর পাশে আছে বিসিসিআই ও দল।’

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs England: সিরাজের ৪ উইকেট, প্রথম ইনিংসে ১২৬ রানে এগিয়ে ভারত

Vidyuth Jaisimha: টিম বাসে মদ্যপান, সাসপেন্ড হায়দরাবাদ মহিলা দলের প্রধান কোচ

YouTube video player