India Vs England: ইংল্যান্ডকে ভয় পাচ্ছে ভারত, হাস্যকর দাবি বেন ডাকেটের

চলতি টেস্ট সিরিজে বাজবল নিয়ে অনেক কথা বলার পরেও ভারতের সঙ্গে মাঠের লড়াইয়ে এঁটে উঠতে পারছে না ইংল্যান্ড। এই পরিস্থিতিতে বরাবরের মতো মাঠের বাইরে কথার ঝুলঝুরি ছোটাচ্ছে ইংরেজরা।

রাজকোট টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর ইংল্যান্ডের চেয়ে ৩২২ রানে এগিয়ে ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে ভারতের হাতে এখনও ৮ উইকেট। এই পরিস্থিতিতেও বেন ডাকেটের দাবি, ইংল্যান্ডকে ভয় পাচ্ছে ভারত। এই ম্যাচের প্রথম ইনিংসে দলগতভাবে ভালো ব্যাটিং করতে পারেনি ইংল্যান্ড। বোলাররাও সুবিধা করতে পারেননি। তা সত্ত্বেও ডাকেটের দাবি, তাঁরা ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন এবং এভাবেই খেলে যাবেন। এই দাবি নিয়ে হাসাহাসি শুরু হয়েছে। ভারতীয় দল এই ম্যাচ জিতে সিরিজে ২-১ এগিয়ে যাওয়ার পরেও হয়তো ইংল্যান্ড শিবির দাবি করতে পারে, তারাই ভালো খেলছে। তবে মাঠের বাইরে বাজবল বা ভয় পাওয়া নিয়ে যত কথাই বলা হোক না কেন, এই ম্যাচ ও সিরিজ জয়ের পথে এগিয়ে চলেছে ভারত।

নৈশপ্রহরী পাঠানো নিয়ে কটাক্ষ ডাকেটের

Latest Videos

শনিবার দিনের খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে রজত পতিদার আউট হওয়ার পর নৈশপ্রহরী হিসেবে কুলদীপ যাদবকে ক্রিজে পাঠানো হয়। এটা নিয়েই ভারতীয় দলকে কটাক্ষ করেছেন ডাকেট। তাঁর বক্তব্য, ‘ভারত ৩০০ রানে এগিয়ে থাকার পরেও নৈশপ্রহরী পাঠাচ্ছে। এটাই দেখিয়ে দিচ্ছে, ওরা এখনও আমাদের একটু ভয় পাচ্ছে। আমরা যেভাবে খেলি সেভাবেই খেলব। এই পিচে আমাদের দলের ২-৩ জন যদি দ্রুত রান তুলতে পারে, তাহলে যে কোনও ফলই হতে পারে।’

ভারতের বোলিংয়ের প্রশংসা ডাকেটের

শনিবার অসাধারণ বোলিং করেছেন জসপ্রীত বুমরা, কুলদীপরা। তাঁদের প্রশংসা করেছেন ডাকেট। ইংল্যান্ডের এই ব্যাটার বলেছেন, ‘ভারত যেভাবে খেলেছে তাতে ওদের কৃতিত্ব দিতেই হবে। গতকাল আমরা দারুণ ব্যাটিং করেছি। কিন্তু তাতে আজ সকালে কোনও লাভ হয়নি। ওরা খুব ভালো বোলিং করেছে। আমরা আক্রমণের চেষ্টা করছিলাম কিন্তু তাতে কোনও লাভ হয়নি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs England: যশস্বী-শুবমানের দাপটে তৃতীয় দিনের শেষে ৩২২ রানে এগিয়ে ভারত, কার্যত নিশ্চিত জয়

Ravinchandran Ashwin: অসুস্থ রবিচন্দ্রন অশ্বিনের মা, প্রার্থনা হরভজন সিংয়ের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Saline : ফেরেনি হুশ! মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ স্যালাইন | Malda
Canning-এ ঘটে গেল বড় দুর্ঘটনা! বাড়ি ফেরার পথেই প্রাণঘাতী ধাক্কা লরির,দেখুন
Suvendu Adhikari : রাজ্য সড়ক অবরোধ করে জন্মদিন পালন তৃণমূল কাউন্সিলরের, গর্জে উঠলেন শুভেন্দু
Sukanta Majumdar Live: স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উদযাপনে সুকান্ত, দেখুন সরাসরি
'স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করুন, দুর্নীতির আঁতুড়ঘর স্বাস্থ্য দপ্তর' স্বাস্থ্য ভবন ঘেরাও Congress-এর