সংক্ষিপ্ত

রাজকোট টেস্ট ম্যাচে ভারতীয় দলের পূর্ণ কর্তৃত্ব দেখা যাচ্ছে। তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর জয়ের গন্ধ পাচ্ছে ভারতীয় দল। চতুর্থ দিনই জয় আসতে পারে।

বিরাট কোহলি, কে এল রাহুল, শ্রেয়াস আইয়ার নেই। ম্যাচের মাঝপথে পারিবারিক সমস্যায় বাড়ি ফিরে গিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তা সত্ত্বেও রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচে জয়ের পথে ভারতীয় দল। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ২ উইকেটে ১৯৬। ইংল্যান্ডের চেয়ে ৩২২ রানে এগিয়ে ভারত। এই ম্যাচে এখনও ২ দিন খেলা বাকি। ফলে ভারতীয় দলের কোনও তাড়া নেই। দ্বিতীয় ইনিংসে বিশাল স্কোর করে ম্যাচ ইংল্যান্ডের নাগালের বাইরে নিয়ে যাওয়াই যশস্বী জয়সোয়াল, শুবমান গিলদের লক্ষ্য। এখনই যা স্কোর হয়ে গিয়েছে তাতে ইংল্যান্ডের পক্ষে জয় পাওয়া খুব কঠিন। চতুর্থ দিন ভারতের রান বাড়বে। ফলে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে না। ভারতীয় দলের সিরিজে ২-১ এগিয়ে যাওয়ার আশা উজ্জ্বল।

রাজকোট টেস্টে কোণঠাসা ইংল্যান্ড

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে প্রথম ইনিংসে ৪৪৫ রান করে ভারতীয় দল। জবাবে প্রথম ইনিংসে ৩১৯ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ফলে প্রথম ইনিংসে ১২৬ রানে এগিয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসের শুরুতেই অধিনায়ক রোহিত শর্মার (১৯) উইকেট হারাতে হলেও, এরপর যশস্বী ও শুবমানের অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে দারুণ জায়গায় পৌঁছে গিয়েছে ভারতীয় দল। ১০৪ রান করার পর অবসৃত হন যশস্বী। তাঁর কোমরে চোট রয়েছে। এই সমস্যার কারণেই মাঠ ছাড়তে বাধ্য হন তরুণ ব্যাটার। দিনের শেষে ৬৫ রানে অপরাজিত শুবমান। ৩ রানে অপরাজিত কুলদীপ যাদব। ফের ব্যর্থ রজত পতিদার। প্রথম ইনিংসে ১৫ বল খেলে ৫ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১০ বল খেলে রান করার আগেই আউট হয়ে যান তিনি।

চতুর্থ দিনই শেষ হয়ে যাবে ম্যাচ?

রবিবার ম্যাচের চতুর্থ দিন ভারতীয় দল যদি প্রথম সেশনের পর দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয়, তাহলে পঞ্চম দিনের আগেই পঞ্চম দিনের আগেই ম্যাচ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। চলতি সিরিজে এখনও পর্যন্ত কোনও ম্যাচই পঞ্চম দিনে গড়ায়নি। রাজকোটেও সেই সম্ভাবনা কম।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Yashasvi Jaiswal: যশস্বী জয়সোয়ালের শতরান, রাজকোট টেস্টে জয়ের পথে ভারত

Ravinchandran Ashwin: অসুস্থ রবিচন্দ্রন অশ্বিনের মা, প্রার্থনা হরভজন সিংয়ের

YouTube video player