রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচের প্রথম দিন ভারতের অধিনায়ক রোহিত শর্মার পাশাপাশি দুর্দান্ত ব্যাটিং করলেন রবীন্দ্র জাডেজা। তাঁদের জন্যই ভালো জায়গায় পৌঁছে গেল দল।
হায়দরাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ভালো ব্যাটিং করেও অল্পের জন্য শতরান পাননি। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে পারেননি। রাজকোট টেস্ট ম্যাচে দলে ফিরেই শতরান করলেন রবীন্দ্র জাডেজা। বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিন ভারতের ইনিংসের নবম ওভারে জাডেজা যখন ব্যাটিং করতে যান, তখন ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে গিয়েছিল দল। সেই অবস্থায় অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে ২০৪ রান যোগ করেন জাডেজা। রোহিত আউট হয়ে যাওয়ার পর নাবগত সরফরাজ খানকে সঙ্গে নিয়ে দলের রান বাড়ানোর দায়িত্ব নেন অভিজ্ঞ অলরাউন্ডার। তিনি নিজে শতরান করার পাশাপাশি সরফরাজকে অভিষেক টেস্টেই অর্ধশতরান করার ক্ষেত্রে সাহায্য করেন।
প্রথম টেস্ট ইনিংসে রান আউট সরফরাজ
জাডেজা ও সরফরাজের জুটিতে যোগ হয় ৭৭ রান। সরফরাজকে বেশি স্ট্রাইক দিচ্ছিলেন জাডেজা। কিন্তু তিনি যখন ৯৯ রানে ব্যাটিং করছিলেন, তখন রান আউট হয়ে যান সরফরাজ। ৬৬ বলে ৬২ রান করেন এই মিডল অর্ডার ব্যাটার। তাঁর ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। প্রথম টেস্ট ইনিংসে সাবলীল ব্যাটিং করেন সরফরাজ। তিনি বোলারদের উপর কর্তৃত্ব করতে ভালোবাসেন। রঞ্জি ট্রফিতে যেভাবে ব্যাটিং করেন, টেস্টেও সেভাবেই খেললেন। রান আউট না হলে হয়তো প্রথম টেস্ট ইনিংসেই শতরান করতে পারতেন সরফরাজ। তবে শতরান না পেলেও, তাঁর ব্যাটিং সবার প্রশংসা আদায় করে নিয়েছে।
প্রথম দিন ৩২৬ রান ভারতের
রাজকোট টেস্ট ম্যাচের প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ৩২৬। ১১০ রান করে অপরাজিত জাডেজা। ১ রান করে অপরাজিত কুলদীপ যাদব। শুক্রবার দ্বিতীয় দিন যত বেশি সম্ভব রান বাড়িয়ে নিয়ে যাওয়াই ভারতের ব্যাটারদের লক্ষ্য থাকবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
ICC Rankings: শাকিব আল-হাসানকে টপকে ওডিআই ফর্ম্যাটে সেরা অলরাউন্ডার মহম্মদ নবি
India Vs England: ঢক্কানিনাদই সার! বিশাখাপত্তনমে খেলার পরেই বাদ শোয়েব বশির