হায়দরাবাদ টেস্ট ম্যাচে ভারতীয় দলের হার নেহাতই অঘটন ছিল। সেই ম্যাচে অল্পের জন্য হেরে না গেলে রাজকোটেই সিরিজ জয় করতে পারতেন রোহিত শর্মা, যশস্বী জয়সোয়ালরা।
হায়দরাবাদ, বিশাখাপত্তনমের পর রাজকোট, চলতি সিরিজের প্রথম ৩টি টেস্ট ম্যাচই পঞ্চম দিনে গড়াল না। সহজেই ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে ২-১ এগিয়ে গেল ভারতীয় দল। রাজকোট টেস্টে ৪৩৪ রানে জয় পেল ভারত। দ্বিতীয় ইনিংসে ১২২ রানে অলআউট হয়ে গেল ইংল্যান্ড। ৪১ রান দিয়ে ৫ উইকেট নিলেন রবীন্দ্র জাডেজা। এই অলরাউন্ডার অসাধারণ পারফরম্যান্স দেখালেন। প্রথম ইনিংসে শতরান করার পর ২ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ না পেলেও, বল হাতে কামাল করলেন। যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, সরফরাজ খানের পাশাপাশি রাজকোট টেস্টে ভারতীয় দলের অন্যতম নায়ক জাডেজা। এই সিরিজে আরও ২টি টেস্ট ম্যাচ বাকি। ভারতীয় দল। রাঁচি বা ধরমশালায় জয় পেলেই সিরিজ জিতবে ভারত। জয় না পেলেও যদি পরের ২টি টেস্ট ম্যাচ ড্র করতে পারে ভারত, তাহলেও সিরিজ জিততে পারবে।
টেস্টে সবচেয়ে বেশি রানে জয় ভারতের
রাজকোটেই টেস্ট ম্যাচে সবচেয়ে বেশি রানে জয়ের রেকর্ড গড়ল ভারতীয় দল। এর আগে ২০২১ সালে মুম্বইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৭২ রানে জয় পায় ভারত। ২০১৫ সালে দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৩৭ রানে জয় পায় ভারতীয় দল। ২০১৬ সালে ইন্দোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩২১ রানে জয় পায় ভারত। ২০০৮ সালে মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩২০ রানে জয় পায় ভারত।
টেস্টে দ্বিতীয় সর্বাধিক রানের ব্যবধানে হার ইংল্যান্ডের
১৯৩৪ সালে ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৬২ রানে হেরে যায় ইংল্যান্ড। রাজকোট টেস্টে দ্বিতীয় সর্বাধিক রানের ব্যবধানে হেরে গেল বেন স্টোকসের দল। ১৯৭৬ সালে ম্যাঞ্চেস্টারে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪২৫ রানে হেরে যায় ইংল্যান্ড। ১৯৪৮ সালে লর্ডসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪০৯ রানে হেরে যায় ইংল্যান্ড। ২০১৫ সালে লর্ডসেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪০৫ রানে হেরে যায় ইংল্যান্ড।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Yashasvi Jaiswal: ডন ব্র্যাডম্যানের সঙ্গে একই সারিতে যশস্বী জয়সোয়াল
Yashasvi Jaiswal: পরপর ২ ম্যাচে দ্বিশতরান, অসামান্য ব্যাটিং যশস্বী জয়সোয়ালের