Sarfaraz Khan: সরফরাজ রান আউট হতেই ক্ষুব্ধ রোহিত, ছুড়ে ফেললেন টুপি, ভাইরাল ভিডিও

বৃহস্পতিবার রাজকোট টেস্ট ম্যাচের প্রথম দিন ভারতীয় দলের অন্যতম নায়ক রবীন্দ্র জাডেজা। তবে একইসঙ্গে তিনি সমালোচনার মুখেও পড়েছেন।

সরফরাজ খান রান আউট হয়ে যাওয়ায় রোহিত শর্মার রোষের মুখে পড়লেন রবীন্দ্র জাডেজা। তাঁর সঙ্গে ভুল বোঝাবুঝিতেই রান আউট হয়ে যান সরফরাজ। এরপরেই চরম ক্ষুব্ধ হয়ে টুপি খুলে ছুড়ে ফেলে দেন রোহিত। তিনি হাত-মুখ নেড়ে রাগতভাবে কিছু বলতে থাকেন। টেলিভিশন ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। ক্রিকেটপ্রেমীদের একাংশও জাডেজার সমালোচনা শুরু করেছেন। তাঁদের দাবি, নিজে শতরান করার জন্য সরফরাজকে রান আউট করে দিয়েছেন জাডেজা। এই ঘটনার জন্য সারাদিন দুর্দান্ত ব্যাটিং করেও দিনের শেষে খলনায়কে পরিণত হয়েছেন জাডেজা।

৬২ রান করে আউট সরফরাজ

Latest Videos

সরফরাজ যখন রান আউট হন, সেই সময় ৯৯ রানে ব্যাটিং করছিলেন জাডেজা। ইংল্যান্ডের হয়ে বোলিং করছিলেন জেমস অ্যান্ডারসন। তাঁর বল মিড অনে পাঠিয়ে রান নেওয়ার চেষ্টা করেন জাডেজা। তিনি সরফরাজকে ছোটার জন্য ইঙ্গিত করেন। ক্রিজ ছেড়ে বেরিয়ে যান সরফরাজ। এরপরেই জাডেজা বুঝতে পারেন, রান নেওয়া সম্ভব নয়। ফলে তিনি পিছিয়ে যান। সরফরাজও ক্রিজে ফেরার চেষ্টা করেন। কিন্তু তার আগেই মার্ক উডের থ্রো উইকেট ভেঙে দেয়। ফলে সরফরাজের প্রথম টেস্ট ইনিংস হতাশাজনকভাবে শেষ হল। গ্যালারিতে তাঁর বাবা, স্ত্রীর হতাশ মুখ দেখা যায়। দর্শকরাও হতাশ হয়ে পড়েন। সরফরাজ ড্রেসিংরুমে ফেরার সময় তাঁকে অভিনন্দন জানান সতীর্থরা।

 

 

শতরান করেও বিপাকে জাডেজা

সরফরাজ আউট হয়ে যাওয়ার পর ক্রিজে যান কুলদীপ যাদব। এরপরেই শতরান পূর্ণ করেন জাডেজা। তিনি দিনের শেষে ১১০ রানে অপরাজিত। দিনের নবম ওভারে ক্রিজে গিয়ে শেষপর্যন্ত ব্যাটিং করেছেন। কিন্তু অসাধারণ লড়াই করেও শতরানের পর উচ্ছ্বাস প্রকাশ করতে পারলেন না জাডেজা। দর্শকরা বিশেষ করতালি দিলেন না, সতীর্থরাও অভিনন্দন জানালেন না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Sarfaraz Khan: অভিষেক টেস্টেই অর্ধশতরান সরফরাজের, উচ্ছ্বসিত পরিবার, ভাইরাল ভিডিও

India Vs England: রোহিতের পর জাডেজা, রাজকোটে জোড়া শতরানে ৩০০ পার ভারতের

India Vs England: ঢক্কানিনাদই সার! বিশাখাপত্তনমে খেলার পরেই বাদ শোয়েব বশির

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'আমরা স্বাধীন করালাম আর বাংলাদেশ বাবা-মা ভাবছে পাকিস্তানকে', বাংলাদেশকে ধুয়ে দিলেন Locket Chatterjee
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
সৎ বাবা না পাষণ্ড! কাণ্ড দেখে আঁতকে উঠবেন আপনিও! | South 24 Parganas News Today
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে