Ravichandran Ashwin: পারিবারিক সমস্যা কাটিয়ে মাঠে ফিরেই উইকেট, অশ্বিনের দায়বদ্ধতায় মুগ্ধ রোহিত

রাজকোট টেস্ট ম্যাচে আলোচনার কেন্দ্রে ভারতীয় ক্রিকেট দলের তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। টেস্টের মাঝপথে তাঁর দল ছেড়ে বাড়ি ফিরে যাওয়া এবং ফের দলে যোগ দেওয়া নিয়ে আলোচনা চলছে।

Soumya Gangully | Published : Feb 18, 2024 2:55 PM IST / Updated: Feb 18 2024, 09:26 PM IST

মা অসুস্থ হওয়ায় রাজকোট টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন খেলার পরেই চেন্নাই ফিরে গিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তৃতীয় দিন তিনি মাঠে নামতে পারেননি। তবে পারিবারিক সমস্যা মিটিয়ে চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার আগেই দলে যোগ দেন এই অফ স্পিনার। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে বোলিংও করলেন তিনি। ৬ ওভার বোলিং করে ৩টি মেডেন-সহ ১৯ রান দিয়ে টম হার্টলির উইকেট নেন অশ্বিন। তাঁর দায়বদ্ধতার প্রশংসা করেছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। তিনি জানিয়েছেন, প্রত্যেকেরই পরিবারকে গুরুত্ব দেওয়ার অধিকার আছে। ক্রিকেটের পাশাপাশি পরিবারকেও সমান গুরুত্ব দেওয়া উচিত।

অশ্বিনের পাশে রোহিত

অশ্বিন সম্পর্কে রোহিত বলেছেন, ‘টেস্ট ম্যাচের মাঝপথে দলের সবচেয়ে অভিজ্ঞ বোলারকে হারাতে হলে সেই পরিস্থিতি মোটেই সহজ হয় না। কিন্তু সবকিছুর পরেও পরিবার সবার আগে। আমরা যখন অশ্বিনের পরিবারের সমস্যার কথা জানতে পারি, তখন আমাদের মাথায় দ্বিতীয় কোনও ভাবনা আসেনি। আমাদের মনে হয়েছিল, ওর যেটা ঠিক মনে হচ্ছে সেটাই করা উচিত। ও পরিবারের সঙ্গে থাকতে চেয়েছিল। সেটাই উপযুক্ত কাজ ছিল। এটা ওর পক্ষে ভালো হয়েছে। এরপর ও দলে ফিরে বুঝিয়ে দিয়েছে কী ধরনের চরিত্র এবং মানুষ হিসেবে ও কেমন। ও দলে ফেরায় আমরা খুব খুশি।’

৪ দিনেই রাজকোটে জয় পাওয়ায় অবাক রোহিত

ম্যাচ সম্পর্কে রোহিত বলেছেন, ‘আমার মনে হয়েছিল, খেলা পঞ্চম দিনে গড়াবে। আমাদের মনে হয়েছিল, ওদের আউট করার জন্য ১৫০ ওভার যথেষ্ট। আমরা রান নিয়ে ভাবছিলাম না, ওভার নিয়েই ভাবছিলাম। আমরা ভাবতে পারিনি এত তাড়াতাড়ি ম্যাচ শেষ হয়ে যাবে।’

যশস্বী জয়সোয়ালকে আগলে রাখছেন রোহিত

রাজকোট টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে দ্বিশতরান করা যশস্বী জয়সোয়ালকে নিয়ে যতই আলোচনা চলুক না কেন, এই তরুণ ব্যাটার সম্পর্কে কিছু বলতে নারাজ ভারতের অধিনায়ক। যশস্বীর মাথা যাতে ঘুরে না যায়, সে বিষয়ে সতর্ক রোহিত। তিনি বলেছেন, ‘যশস্বী জয়সোয়ালকে খেলতে দেওয়া হোক। ও ভালো ফর্মে আছে। সবাই ওর কথা বলছে। আমি বেশি কিছু বলব না।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs England: রাজকোট টেস্টে ৪৩৪ রানে জয়, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ২-১ এগিয়ে ভারত

Yashasvi Jaiswal: ডন ব্র্যাডম্যানের সঙ্গে একই সারিতে যশস্বী জয়সোয়াল

Read more Articles on
Share this article
click me!