India Vs England: বেন ডাকেটের অপরাজিত শতরান, রাজকোট টেস্টের দ্বিতীয় দিন লড়াইয়ে ইংল্যান্ড

ব্যাটারদের পক্ষে স্বর্গরাজ্য রাজকোটের পিচ। ভারতের ব্যাটাররা যেমন বড় রান পেয়েছেন, একইভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন ইংল্যান্ডের ব্যাটাররা।

রাজকোট টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ২০৭। এখনও ২৩৮ রানে এগিয়ে ভারতীয় দল। ১৩৩ রানে অপরাজিত ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট। টি-২০ ম্যাচের মতো ব্যাটিং করছেন ডাকেট। তাঁর ১১৮ বলের ইনিংসে ২১টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি আছে। ৯ রানে অপরাজিত জো রুট। ১৫ রান করে আউট হয়ে গিয়েছেন জাক ক্রলি। ৩৯ রান করেছেন অলি পোপ। ভারতীয় দলের হয়ে ১ উইকেট করে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও মহম্মদ সিরাজ। শনিবার ম্যাচের তৃতীয় দিন যত দ্রুত সম্ভব ইংল্যান্ডের প্রথম ইনিংসের বাকি ৮ উইকেট তুলে নেওয়ার লক্ষ্যে মাঠে নামবেন অশ্বিনরা।

পঞ্চম দিনে গড়াবে রাজকোট টেস্ট?

Latest Videos

চলতি সিরিজের প্রথম ২ টেস্ট ম্যাচই চতুর্থ দিনে শেষ হয়ে গিয়েছে। হায়দরাবাদ টেস্ট ম্যাচের চতুর্থ দিন নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পর অতিরিক্ত সময় দেন আম্পায়াররা। সেই সময় অলআউট হয়ে যায় ভারতীয় দল। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট ম্যাচে সহজ জয় পায় ভারতীয় দল। তবে রাজকোটে তৃতীয় টেস্ট ম্যাচ পঞ্চম দিনে গড়াতে পারে। ইংল্যান্ডের প্রথম ইনিংস কতক্ষণ স্থায়ী হয়, তার উপর ম্যাচের ভাগ্য নির্ভর করছে।

নজর কাড়লেন ধ্রুব জুরেল

অভিষেক টেস্টে ভালো ব্যাটিং করলেন ধ্রুব জুরেল। ৮ নম্বরে ব্যাটিং করতে নেমে ১০৪ বলে ৪৬ রান করেন এই উইকেটকিপার-ব্যাটার। তাঁর ইনিংসে ছিল ২টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। অশ্বিন করেন ৩৭ রান। তাঁর ৮০ বলের ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি। জসপ্রীত বুমরা করেন ২৬ রান। ইংল্যান্ডের হয়ে ১১৪ রান দিয়ে ৪ উইকেট নেন মার্ক উড। ৮৫ রান দিয়ে ২ উইকেট নেন রেহান আহমেদ। ১ উইকেট করে নেন জেমস অ্যান্ডারসন, টম হার্টলি ও ডো রুট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs England: রবিচন্দ্রন অশ্বিনের মারাত্মক ভুল, মূল্য দিতে হবে ভারতকে?

Ishan Kishan: বিসিসিআই-এর নির্দেশ লঙ্ঘন, ফের রঞ্জি ট্রফি ম্যাচ এড়ালেন ঈশান কিষান

Sarfaraz Khan: সরফরাজ রান আউট হতেই ক্ষুব্ধ রোহিত, ছুড়ে ফেললেন টুপি, ভাইরাল ভিডিও

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia