India vs England Test Series 2025: পারদ চড়ছে ভারত বনাম ইংল্যান্ড সিরিজের, পিচ কেমন হবে?

Published : Jun 17, 2025, 04:04 PM ISTUpdated : Jun 17, 2025, 04:40 PM IST
india vs england test series 2025

সংক্ষিপ্ত

India vs England Test Series 2025: আগামী ২০ জুন থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ়। 

India vs England Test Series 2025: হেডিংলেতে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট ম্যাচটি। সেখানে ভারতের সামনে কেমন উইকেট অপেক্ষা করে রয়েছে? আগামী ২০ জুন থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ় (india vs england test series 2025)।

ইংল্যান্ড কি সবুজ উইকেট বানাবে? 

না কি ব্যাটাররাও বাড়তি সুবিধা পাবেন? হেডিংলের উইকেট নিয়ে এবার মুখ খুললেন সেখানকার পিচ কিউরেটর রিচার্ড রবিনসন। তিনি জানিয়েছেন, প্রথম টেস্টে ব্যাট এবং বলের দুরন্ত লড়াই দেখা যাবে।

একটা সাক্ষাৎকারে রবিনসন জানিয়েছেন, তিনি এমন একটি পিচ বানিয়েছেন, যেখানে খেলা পাঁচ দিন ধরে চলতে পারে। তবে খেলা তিন দিনে শেষ হয়ে যাবে, এমন পিচ বানাতে চাননি তিনি। রবিনসনের কথায়, “টেস্টের সময় ভালো গরম থাকবে। তাই উইকেটে আর্দ্রতা রয়েছে। খেলা যত গড়াবে, তত আর্দ্রতা কমতে থাকবে।”

তবে খেলা শুরুর ৩-৪ দিন আগে হেডিংলেতে সবুজ পিচ নজরে আসছে

কিন্তু রবিনসনের মতে, পিচে এত ঘাস থাকবে না, ছেঁটে ফেলা হবে। তিনি জানিয়েছেন, “ঘাস ছেঁটে ফেলব আমরা। এখন তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায়, পিচে বেশি জল দিতে হচ্ছে। তাই ঘাস রাখা হয়েছে কিছুটা। কিন্তু এর ফলে পিচ ভাঙবে না এবং খেলার সময়েও এত ঘাস থাকবে না। আমি চাই তিন দিন নয়, পাঁচ দিন ধরে ম্যাচ হোক।”

পিচ কিউরেটরের কথায়, খেলা যত গড়াবে, ততই পিচ পাটা হতে থাকবে। স্বাভাবিকভাবেই, প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় এবং তৃতীয় ইনিংসে ব্যাট করা কিছুটা সহজ হবে। চতুর্থ ইনিংসে আবার পিচে ভালো স্পিন হবে। রিচার্ড রবিনসন বলেন, “আশা করছি, ব্যাট এবং বলের মধ্যে ভালো লড়াই দেখতে পাব আমরা। শুরুতে বোলাররা সুবিধা পাবে এবং খেলা যত গড়াবে তত পিচ পাটা হতে থাকবে। প্রথম ইনিংসে ৩০০ রান যথেষ্ট ভালো স্কোর। পরের দুটো ইনিংসে ব্যাট করা আরও সহজ হয়ে যাবে। আশা করছি, চতুর্থ এবং পঞ্চম দিন স্পিনাররাও সুবিধা পাবে এই পিচে।”

ইংল্যান্ডের পিচ এবং আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে ইতিমধ্যেই সিরিজ় শুরুর ১৪ দিন আগে ইংল্যান্ডে পৌঁছে গেছে ভারতীয় ক্রিকেট দল। সেখানে ১০ দিনের একটি শিবির করেছে তারা এবং নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচও খেলেছে গোটা দল। 

রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ছাড়াই এবার ইংল্যান্ড সফরে গেছে ভারতীয় ক্রিকেট দল। নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিলের সামনে যথেষ্ট বড় চ্যালেঞ্জ এটি। তাছাড়া কোচ হিসেবে গৌতম গম্ভীরও এই প্রথম সেই দেশে পা রাখলেন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড