India Vs England: 'ইংল্যান্ড যেন ভারত সফরে এসে আমাদের দয়া করছে,' চাঁচাছোলা আক্রমণ গাভাসকরের

বিসিসিআই ও বিভিন্ন রাজ্য সংস্থার কর্তারা ইংল্যান্ড ক্রিকেট দলকে দেখে বিগলিত হয়ে যান। তবে ইংল্যান্ডের ক্রিকেটারদের আচরণে অত্যন্ত বিরক্ত কিংবদন্তি সুনীল গাভাসকর।

সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে ভারতীয় দল ইংল্যান্ডকে দুরমুশ করায় উচ্ছ্বসিত সুনীল গাভাসকর। তিনি ইংরেজদের দম্ভ চূর্ণ হওয়ায় খুব খুশি। ইংরেজদের আচরণের নিন্দা করে ভারতীয় ক্রিকেটারদের প্রশংসা করেছেন এই কিংবদন্তি। গাভাসকর একটি সংবাদমাধ্যমে লিখেছেন, ‘দারুণ জয় পেল ভারতীয় দল। ভারতের তরুণ ক্রিকেটারদের নিয়ে গঠিত দল ইংল্যান্ড দলকে ধ্বংস করল দেখে খুব মজা হল। ইংল্যান্ড দল ভারত সফরে এসে এমন ভাব করছিল যেন ওরা আমাদের দয়া করছে। ভারতের যে আধিকারিকরা বিভিন্ন বিমানবন্দরে ইংল্যান্ডের ক্রিকেটারদের স্বাগত জানাতে যাচ্ছিলেন, তাঁদের মুখ দেখেও মনে হচ্ছিল ইংল্যান্ড দল আসায় বাধিত।’

অস্ট্রেলিয়ার প্রশংসায় গাভাসকর

Latest Videos

ইংল্যান্ডের তুলনায় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের আচরণের প্রশংসা করেছেন গাভাসকর। তিনি লিখেছেন, ‘ইংল্যান্ডের তুলনায় অস্ট্রেলিয়ানদের আচরণ ভালো। ওরা ভারতের সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। ওরা আমাদের প্রতি প্রভুর মতো আচরণ করে না। ওরা নাক উঁচু নয়। ওরা ভারতকে সোনার ডিম পাড়া রাজহাঁস মনে করে। আইপিএল সত্যিই সোনার ডিম পাড়া রাজহাঁস। শুধু অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাই নয়, কেভিন পিটারসেনের বর্ণনায় দ্বিতীয় বা তৃতীয় শ্রেণির ক্রিকেটাররাও আইপিএল থেকে বিপুল অর্থ রোজগার করে এবং খ্যাতিও লাভ করে। অস্ট্রেলিয়ার কোচ, ফিজিও, ট্রেনাররাও আইপিএল থেকে অর্থ রোজগার করে। তাছাড়া যারা আইপিএল-এ কোচিং স্টাফদের সঙ্গে থেকে গলফ খেলে বা বিয়ার পান করার সময় সঙ্গ দেয়, তারাও অর্থ রোজগার করে।’

ইংল্যান্ডের ক্রিকেটারদের আইপিএল থেকে বাদ দেওয়ার পক্ষে গাভাসকর

ইংল্যান্ডের ক্রিকেটারদের সমালোচনা করে গাভাসকর আরও লিখেছেন, ‘ইংল্যান্ডের ক্রিকেটারদের আচরণের জন্যই ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে ওদের বচসা বেঁধে যায়। ইংল্যান্ডের বেশি ক্রিকেটারকে আইপিএল-এ নেওয়া হয় না। কারণ, ওদের বোর্ড যখন-তখন জাতীয় দলের প্রস্তুতি শিবিরের জন্য ডেকে নিতে পারে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Team India: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের পর সব ফর্ম্যাটেই শীর্ষে ভারতীয় দল

India Vs England: 'বাজবল, বাত্তি গুল,' ইংল্যান্ডকে কটাক্ষ সেহবাগের

India Vs England: বেয়ারস্টোর সঙ্গে বাদানুবাদ শুবমানের, যোগ ধ্রুব-সরফরাজের, ভাইরাল ভিডিও

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গাড়ি আটকাতেই চক্ষু চড়কগাছ পুলিশের! গাড়ির নীচ থেকে বেরলো ৬ লক্ষ টাকার গাঁজা, চাঞ্চল্য Nadia-এ
Minakshi Mukherjee : স্যালাইন কাণ্ড নিয়ে তৃণমূল সরকারকে ধুয়ে দিলেন মীনাক্ষী, দেখুন কী বলছেন
‘Pakistan-এর BSF হলে Mamata Banerjee তাদের প্রসংসা করতেন’ মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন Sukanta M
'আমাদের ১ কোম্পানি ঢুকলেই ওরা পালানোর পথ পাবে না' | Suvendu Adhikari | #shorts | #bjp |
রামপুরহাটে নামার কথা ছিল, কেন ফরাক্কায় নেমে ছিল দীপ্তি! | Harishchandrapur News | Malda News