Hardik Pandya: 'হার্দিক পান্ডিয়ার অভাব পূরণ করে নেবে গুজরাট টাইটানস,' দাবি ব্র্যাড হগের

Published : Mar 11, 2024, 10:55 PM ISTUpdated : Mar 11, 2024, 11:25 PM IST
Hardik Pandya

সংক্ষিপ্ত

এবারের আইপিএল-এ গুজরাট টাইটানস ছেড়ে মুম্বই ইন্ডিয়ানসে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। ফলে আইপিএল-এর নতুন ফ্র্যাঞ্চাইজির নেতৃত্বে থাকছেন তরুণ ব্যাটার শুবমান গিল।

আইপিএল-এর নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটানস প্রথম দুই মরসুমে অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়াকে পেয়েছিল। তাঁর নেতৃত্বে প্রথমবার চ্যাম্পিয়ন এবং দ্বিতীয়বার রানার্স হয় গুজরাট টাইটানস। এবার দল বদলেছেন হার্দিক। এই অলরাউন্ডারের পরিবর্ত পাওয়া কঠিন। ফলে গুজরাট টাইটানস সমস্যায় পড়তে পারে। যদিও সে কথা মানতে নারাজ অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ব্র্যাড হগ। তিনি বলেছেন, ‘আমার মনে হয় না হার্দিক পান্ডিয়ার দল ছাড়়া গুজরাট টাইটানসের পক্ষে বড় ক্ষতি। হ্যাঁ, ও মাঝের ওভারগুলিতে ভালো অলরাউন্ডার। কিন্তু হার্দিকের অভাব পূরণ করে নেবে গুজরাট টাইটানস। ওদের দলের বোলিং বিভাগে গভীরতা আছে। হার্দিক টপ অর্ডারে ব্যাটিং করছিল। কিন্তু আমার মনে হয়েছে, ও টপ অর্ডারের উপযুক্ত ব্যাটার নয়। ফলে ও দল ছাড়ায় গুজরাট টাইটানসের সুবিধাই হবে।’

গুজরাটের অধিনায়ক হিসেবে অসাধারণ সাফল্য হার্দিকের

আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসে প্রথম দফায় খেলার সময় রোহিত শর্মার নেতৃত্বে খেলেন হার্দিক। গুজরাট টাইটানসে যোগ দেওয়ার পরেই তিনি প্রথমবার নেতৃত্ব দেওয়ার সুযোগ পান। নেতৃত্ব তাঁর মধ্যে পরিণতি বোধ আনে। দারুণভাবে দল পরিচালনা করেন এই অলরাউন্ডার। তাঁর নেতৃত্বে গুজরাট টাইটানস দুর্দান্ত পারফরম্যান্স দেখায়। এবার হার্দিকের পরিবর্তে নতুন অধিনায়ক হয়েছেন শুবমান গিল। ২৪ মার্চ নিজেদের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটানস। দল ছাড়ার পরেই গুজরাটের মুখোমুখি হচ্ছেন হার্দিক। এই ম্যাচ ঘিরে এখন থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা বাড়ছে।

হার্দিককে পাওয়ায় সুবিধা হবে মুম্বইয়ের, মত হগের

হার্দিকের মুম্বই ইন্ডিয়ানসে যোগ দেওয়া সম্পর্কে হগ বলেছেন, ‘লোয়ার মিডল অর্ডারে একজন ভারতীয় অলরাউন্ডার থাকায় মুম্বইয়ের সুবিধা হবে। আমার মনে হয় লোয়ার মিডল অর্ডারেই হার্দিক ব্যাটিং করবে। আমার মনে হয়, মুম্বই ইন্ডিয়ানসে ফিরে সেরা ফর্মে খেলবে হার্দিক।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Hardik Pandya: মুম্বই ইন্ডিয়ানসের ড্রেসিংরুমে মন্দির স্থাপন হার্দিক পান্ডিয়ার

Rishabh Pant: টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে থাকবেন ঋষভ পন্থ? কী জানালেন জয় শাহ?

Mohammed Shami: আইপিএল, টি-২০ বিশ্বকাপেও খেলতে পারবেন না শামি, জানিয়ে দিলেন জয় শাহ

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত