Shubman Gill: ইংল্যান্ড সফরে অধিনায়ক হিসেবে কোন চ্যালেঞ্জের সামনে শুবমান গিল?

Published : May 24, 2025, 06:52 PM ISTUpdated : May 24, 2025, 06:55 PM IST
Shubman Gill: ইংল্যান্ড সফরে অধিনায়ক হিসেবে কোন চ্যালেঞ্জের সামনে শুবমান গিল?

সংক্ষিপ্ত

Captain Shubman Gill: আইপিএল-এ (IPL 2025) গুজরাট টাইটানসের (Gujarat Titans) অধিনায়ক হিসেবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। এবার টেস্টে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন শুবমান গিল। তাঁকে ইংল্যান্ড সফরে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে। 

Team India Captain Shubman Gill: ভারতীয় দলের ইংল্যান্ড সফর শুরু হচ্ছে ২০ জুন। এই সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। এই সিরিজের জন্য শনিবার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। সাই সুদর্শন (Sai Sudharsan), আর্শদীপ সিং (Arshdeep Singh) এবং অভিমন্যু ঈশ্বরণের (Abhimanyu Easwaran) মতো নতুন মুখকে সুযোগ দেওয়া হয়েছে। যদিও মহম্মদ শামিকে (Mohammed Shami) বাদ দেওয়া হয়েছে। টেস্টে দ্বিতীয় ভারতীয় হিসেবে ত্রিশতরান করা করুণ নায়ার (Karun Nair) ৮ বছর পর জাতীয় দলে ফিরেছেন। তবে, শনিবার দল ঘোষণার পর থেকে শুবমান গিলকে (Shubman Gill) নিয়েই সবচেয়ে বেশি আলোচনা চলছে। কারণ, নির্বাচকরা তাঁকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছেন। রোহিত শর্মার (Rohit Sharma ) টেস্ট থেকে অবসরের পর শুবমানকে অধিনায়ক করা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। শনিবার এই জল্পনা শেষ হল।

কঠিন পরীক্ষার মুখে শুবমান

ইংল্যান্ড সফর ভারতীয় দলের জন্য সবসময়ই কঠিন। ২০০৭ সালে শেষবার ইংল্যান্ডকে তাদের ঘরের মাঠে টেস্ট সিরিজে হারিয়েছিল ভারতীয় দল। এবারও বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে শুবমানদের। দলে রোহিত শর্মা, বিরাট কোহলি (Virat Kohli) এবং রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) মতো দক্ষ খেলোয়াড় নেই। তিনজনই এই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন। তাই শুবমানকে কঠিন পরীক্ষা দিতে হবে। 

অধিনায়ক হিসেবে পরীক্ষা শুবমানের

টেস্টে ভারতের অধিনায়ক হিসেবে প্রথম সিরিজই ইংল্যান্ডের মাটিতে। ফলে কঠিন পরিস্থিতিতে শুবমান। পুরো দল তরুণ প্রতিভায় ভরপুর। তাই তাঁদের সামনে অধিনায়কত্ব নিয়ে বড় প্রশ্ন। ইংল্যান্ডের মাটিতে তাদের বিরুদ্ধে ভারতীয় দলের নেতৃত্ব দেওয়া কঠিন হতে পারে। তবে, শুবমানের ভালো নেতৃত্বগুণ আছে।

একাদশ গঠন নিয়ে চিন্তা

ইংল্যান্ডের বিপক্ষে ১৮ সদস্যের দল থেকে একাদশ নির্বাচন করাও শুবমানের জন্য সহজ হবে না। দলে অনেক নতুন খেলোয়াড় আছেন। তাই তাঁদের এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে মাঠে নামার দল গঠন নিয়ে মাথাব্যথা হতে পারে। ওপেনিং থেকে মিডল অর্ডার এবং অলরাউন্ডার পর্যন্ত শুবমানকে ভালো বিকল্প নির্বাচন করতে হবে। তবে, প্রধান কোচ গৌতম গম্ভীরের পরামর্শ শুবমান অবশ্যই পাবেন।

নিজের ব্যাটিংয়ে মনোযোগ দিতে হবে শুবমানকে

অধিনায়কত্বের পাশাপাশি শুবমানের ব্যাটিংয়ের দিকেও সবার নজর থাকবে। গত কয়েক বছর ধরে তিনি দলের অংশ। তাই তাঁর ব্যাট থেকে রান আসা জরুরি। তবে, অধিনায়কত্বের পাশাপাশি ব্যাটিংয়ে পুরোপুরি মনোযোগ দিয়ে খেলা শুবমানের জন্য বেশ কঠিন হবে। তাঁকে এখন শুধু ব্যাটার হিসেবে নয়, দলনেতা হিসেবেও খেলতে হবে। বিশেষ করে ইংল্যান্ডে এটা সহজ হবে না।

ইংল্যান্ড সফরের জন্য ১৮ সদস্যের ভারতীয় দল

শুবমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার/সহ-অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, কে এল রাহুল, করুণ নায়ার, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, জসপ্রীত বুমরা, শার্দুল ঠাকুর, আর্শদীপ সিং, ধ্রুব জুরেল (উইকেটকিপার)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?