PBKS vs DC PL 2025: জয়পুরে মুখোমুখি হবে পাঞ্জাব বনাম দিল্লী, জয়ের জন্য ঝাঁপাবেন অক্ষর প্যাটেলরা?

Published : May 24, 2025, 05:27 PM IST
pbks vs dc 2025

সংক্ষিপ্ত

PBKS vs DC PL 2025: আপাতত চলছে আইপিএল-এর গ্রুপ পর্যায়ের লড়াই। মুখোমুখি হচ্ছে পাঞ্জাব বনাম দিল্লী (PBKS vs DC 2025)।

PBKS vs DC PL 2025: জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে শনিবার সন্ধ্যায়, আইপিএল (IPL 2025 live score) গ্রুপ পর্যায়ের ম্যাচে মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংস বনাম দিল্লী ক্যাপিটালস (Punjab Kings vs Delhi Capitals)। 

যদিও ইতিমধ্যেই প্লে-অফে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে পাঞ্জাব। উল্টোদিকে আবার দিল্লী আগেই প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেছে। স্বাভাবিকভাবেই, নিতান্তই নিয়মরক্ষার ম্যাচ। কিন্তু আইপিএল পয়েন্টস টেবিলে সবার উপরে থাকতে গেলে আবার এই ম্যাচে জয় পেতে চাইবে PBKS (PBKS vs DC 2025 Dream 11 prediction)।

 

 

ফলে, এদিনের ম্যাচে অবশ্যই অধিনায়ক শ্রেয়স আইয়ার, নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কো জ্যানসেন, আজমাতুল্লাহ ওমরজাই, যুযুবেন্দ্র চাহাল এবং আর্শদীপ সিং-এর দিকে নজর রাখতেই হবে (IPL 2025 points table)। 

অপরদিকে, দিল্লীর হয়ে বুধবার পার্থক্য গড়ে দিতে পারেন ফ্যাফ ডু প্লেসিস, অভিষেক পোড়েল, ট্রিস্টান স্টাবস, কুলদীপ যাদব এবং দুশমান্থা চামিরা।

২২ গজ কেমন হতে পারে?

এমনিতে জয়পুরের ২২ গজ যথেষ্ট ব্যাটিং সহায়ক। তবে বাউন্স নিচের দিকে হতে পারে এবং কিছুটা স্কিডিংও থাকতে পারে। কিন্তু কিছু সময় ব্যাটারদের এই পিচে স্ট্রোক নিতে সমস্যা হচ্ছে। আরবার এও ঠিক যে, বোলারদের টিকে থাকার জন্য গতির বৈচিত্র্যের উপরও নির্ভর করতে হবে। এবার জয়পুরে সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে। যার অর্থ হল, শুকনো পিচ হতে পারে। কিন্তু এখনও পর্যন্ত, কিউরেটর যথেষ্ট ভালো কাজ করেছেন।

 

 

হেড টু হেড

দুই দল এখনও অবধি যতবার মুখোমুখি হয়েছে, তার মধ্যে ১৭ বার জয় পেয়েছে পাঞ্জাব এবং ১৬ বার জয় পেয়েছে দিল্লী।  

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম