সংক্ষিপ্ত
ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকরের অনুরাগী সর্বত্র। সারা দেশেই এখনও প্রচণ্ড জনপ্রিয় মাস্টার ব্লাস্টার। তিনি অনুরাগীদের ভালোবাসা উপভোগ করেন।
সচিন তেন্ডুলকরের অনুরাগীরা যেমন তাঁকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন, তেমনই সচিনও তাঁর বিশেষ এক অনুরাগীকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। গাড়ি নিয়ে যাওয়ার সময় দূর থেকে এই অনুরাগীকে দেখতে পান সচিন। তাঁর পরনে ছিল আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময় সচিনের জার্সি। এই অনুরাগীর সঙ্গে কথা বলার জন্য গাড়ি থামান সচিন। তিনি বিমানবন্দরে যাওয়ার পথের সন্ধান জিজ্ঞাসা করেন। তাঁকে দেখে হতবাক হয়ে যান এই ক্রিকেটপ্রেমী। তিনি স্কুটার থেকে নেমে সচিনের গাড়ির দিকে ছুটে যান। হাতে উল্কি দেখান, খাতায় সচিনের খেলার নানা ছবিও দেখান। তাঁর খাতায় অটোগ্রাফ দেন মাস্টার ব্লাস্টার। এই অনুরাগী বলেন, তিনি ঈশ্বরের দেখা পেয়েছেন। তিনি সচিনের সঙ্গে সেলফি তোলেন, করমর্দনও করেন।
অনুরাগীর ভালোবাসা পেয়ে আপ্লুত সচিন
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে সচিন লিখেছেন, ‘সচিনের সঙ্গে তেন্ডুলকরের সাক্ষাৎ। আমার প্রতি এত ভালোবাসা দেখে আমার হৃদয় আনন্দে পূর্ণ হয়ে যায়। অপ্রত্যাশিতভাবে মানুষের কাছ থেকে ভালোবাসা পাই। এটা আমার জীবনকে বিশেষ করে তোলে।’
ক্রিকেটার জীবনের শুরুর দিনের স্মৃতিচারণায় সচিন
সম্প্রতি একটি অনুষ্ঠানে মুম্বইয়ের শিবাজি পার্কে প্রয়াত কোচ রমাকান্ত আচরেকরের কাছে প্রশিক্ষণ নেওয়া শুরু করার পরের ঘটনার কথা উল্লেখ করেছেন সচিন। তিনি জানিয়েছেন, প্রথম ২ অনুশীলন ম্যাচে রান করতে পারেননি। তৃতীয় অনুশীলন ম্যাচে মাত্র ১ রান করেন। তবে এরপরেও তাঁর উপর আস্থা রাখেন আচরেকর। তিনি সচিনকে বড় ব্যাটার হয়ে উঠতে সাহায্য করেন। জীবনের প্রথম কোচের কাছ থেকে এই সাহায্য পেয়েছিলেন বলেই কিংবদন্তি ব্যাটার হয়ে ওঠেন সচিন। ক্রিকেটার হিসেবে তৈরি হওয়ার পর সহজ না হলেও, ধীরে ধীরে উন্নতির শিখরে পৌঁছে যান তিনি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
India Vs England: রজত পতিদার না সরফরাজ খান, বিশাখাপত্তনমে কে থাকবেন ভারতীয় দলে?
Shikhar Dhawan: ৫-৬ মাস ছেলের সঙ্গে কথা হয়নি, আবেগপ্রবণ শিখর ধাওয়ান
India Vs England: 'সেরা সময় পেরিয়ে এসেছে রোহিত, ঘরের মাঠে সিরিজ হারতে পারে ভারত,' দাবি বয়কটের