Saurabh Kumar: জাতীয় দলে ডাক পেয়ে রোমাঞ্চিত উত্তরপ্রদেশের সৌরভ কুমার

বিশাখাপত্তনমে ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় দলে একাধিক নতুন মুখ। সরফরাজ খান ও সৌরভ কুমারকে অবশ্য খেলার সুযোগ দেওয়া হবে কি না স্পষ্ট নয়।

রবীন্দ্র জাদেজার পরিবর্তে বিশাখাপত্তনম টেস্ট ম্যাচের জন্য ঘোষিত ভারতীয় দলে আছেন উত্তরপ্রদেশের ৩০ বছর বয়সি অলরাউন্ডার সৌরভ কুমার। জাতীয় দলে ডাক পেয়ে রোমাঞ্চিত সৌরভ। তিনি জানিয়েছেন, ভারতীয় দলের হয়ে খেলা তাঁর স্বপ্ন। এবার সেই স্বপ্নপূরণ হতে চলেছে। জাদেজার মতোই বাঁ হাতি স্পিনার সৌরভ। তিনি ২০২২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে ছিলেন। কিন্তু সেবার খেলার সুযোগ পাননি। এবার সেই সুযোগ পেতে পারেন বলে আশায় আছেন সৌরভ। জাদেজা চোট না পেলে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলার সুযোগ পেতেন না সৌরভ। তিনি এই সুযোগ কাজে লাগাতে মরিয়া।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় সৌরভ

Latest Videos

বিশাখাপত্তনমে সৌরভের অভিষেক হবে কি না এখনই বলা যাচ্ছে না। তবে আশা ছাড়তে নারাজ সৌরভ। উত্তরপ্রদেশের এই অলরাউন্ডার বলেছেন, ‘ভারতীয় দলে থাকা আমার বরাবরের স্বপ্ন। কোন ক্রিকেটার জাতীয় দলের হয়ে খেলতে চায় না? জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেতে গেলে অনেককিছু করতে হয়। তবে আমার কিছুটা অভিজ্ঞতা আছে।’

ভারতীয় দলের নেট বোলার ছিলেন সৌরভ

২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ভারতীয় দলের নেট বোলার ছিলেন সৌরভ। এবার মূল দলে সুযোগ পাওয়া প্রসঙ্গে এই অলরাউন্ডার বলেছেন, ‘সবাই বিরাট কোহলি বা রোহিত শর্মার বিরুদ্ধে বোলিং করার সুযোগ পায় না। বিশেষ করে কেউ যদি ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড় হয়। জাতীয় দলের হয়ে খেলতে ব্যস্ত থাকায় তাঁরা রঞ্জি ট্রফি বা অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টে খেলার সুযোগ পান না। ফলে আমি এবার কাছ থেকে তাঁদের দেখার সুযোগ পাচ্ছি। তাঁরা কীভাবে ম্যাচের প্রস্তুতি নেন, সেটা দেখার সুযোগ পাচ্ছি। সেরা খেলোয়াড়দের বিরুদ্ধে বোলিং করা এবং কথা বলার অভিজ্ঞতা অসাধারণ। ওঁদের কাছ থেকে অনেককিছু শেখার আছে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Sarfaraz Khan: 'উৎসবের প্রস্তুতি শুরু করো,' সরফরাজ খানকে বার্তা সূর্যকুমার যাদবের

Ranji Trophy: নীতীশের শতরান, ১৮ বছর পর রঞ্জি ট্রফিতে মুম্বইকে হারাল উত্তরপ্রদেশ

India Vs England: চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নেই রাহুল-জাদেজা, চাপে ভারতীয় দল

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার