Sarfaraz Khan: 'উৎসবের প্রস্তুতি শুরু করো,' সরফরাজ খানকে বার্তা সূর্যকুমার যাদবের

চোটের জন্য বিশাখাপত্তনম টেস্ট ম্যাচে খেলতে পারছেন না কে এল রাহুল ও সূর্যকুমার যাদব। তাঁদের বাইরে রেখেই দল ঘোষণা করেছে বিসিসিআই।

মুম্বই দলের সতীর্থ সরফরাজ খান জাতীয় দলে সুযোগ পাওয়ায় খুশি সূর্কুমার যাদব। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে সরফরাজকে অভিনন্দন জানিয়েছেন। আইসিসি টি-২০ বর্ষসেরা ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'প্রথমবার ভারতীয় দলে ডাক পেলে। উৎসবের প্রস্তুতি শুরু করে দাও।' সরফরাজ জাতীয় দলে সুযোগ পাওয়ায় ক্রিকেটপ্রেমীরাও খুশি। তাঁরাও সরফরাজকে অভিনন্দন জানাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় নানা মিম দেখা যাচ্ছে। বেশ কিছুদিন ধরেই সরফরাজের জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে আলোচনা চলছিল। কিন্তু বারবার তাঁকে উপেক্ষা করেন নির্বাচকরা। এবার অবশ্য কে এল রাহুলের পরিবর্তে টেস্ট দলে জায়গা পেলেন সরফরাজ।

প্রথম শ্রেণির ক্রিকেটে সরফরাজের দুর্দান্ত পারফরম্যান্স

Latest Videos

প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও পর্যন্ত ৪৫ ম্যাচ খেলে ৩,৯১২ রান করেছেন সরফরাজ। তাঁর ব্যাটিংয়ের গড় ৬৯.৮৫। এই ব্যাটারের স্ট্রাইক রেট ৭০.৪৮। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪টি শতরান এবং ১১টি অর্ধশতরান করেছেন সরফরাজ। ২০২০ সালের জানুয়ারিতে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে উত্তরপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফি ম্যাচে ৩০১ রান করে অপরাজিত থাকেন তিনি। তখন থেকেই তাঁকে জাতীয় দলে সুযোগ দেওয়ার দাবি উঠছিল। এবার সেই সুযোগ এল।

ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স সরফরাজের

সম্প্রতি ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ৪ দিনের বেসরকারি টেস্ট ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন সরফরাজ। ১৬০ বলে ১৬১ রান করার সুবাদে ম্যাচের সেরা হন ২৬ বছরের এই ব্যাটার। তিনি ১৮টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি মারেন। সরফরাজের অসাধারণ পারফরম্যান্সের সুবাদে ভারতীয় এ দল ইনিংস ও ১৬ রানে জয় পায়। প্রথম শ্রেণির ক্রিকেটে এই অসাধারণ পারফরম্যান্সের সুবাদেই এবার জাতীয় দলে ডাক পেলেন সরফরাজ। বিশাখাপত্তনমে খেলার সুযোগ পেলে বড় রান করাই এই ব্যাটারের লক্ষ্য। তিনি সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Saurabh Kumar: জাতীয় দলে ডাক পেয়ে রোমাঞ্চিত উত্তরপ্রদেশের সৌরভ কুমার

Ranji Trophy: নীতীশের শতরান, ১৮ বছর পর রঞ্জি ট্রফিতে মুম্বইকে হারাল উত্তরপ্রদেশ

India Vs England: চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নেই রাহুল-জাদেজা, চাপে ভারতীয় দল

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury