সংক্ষিপ্ত
২০২৩ সালের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানা এবারের রঞ্জি ট্রফিতে উত্তরপ্রদেশের হয়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন।
২০০৬ সালের পর প্রথমবার রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের বিরুদ্ধে জয় পেল উত্তরপ্রদেশ। ১৮ বছরের অপেক্ষার অবসান হল। মুম্বইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২ উইকেটে জয় পেল উত্তরপ্রদেশ। এই জয়ে অধিনায়ক নীতীশ রানার বড় অবদান থাকল। প্রথম ইনিংসে ১২০ বলে ১০৬ রান করেন নীতীশ। দ্বিতীয় ইনিংসে অবশ্য তিনি মাত্র ৬ রান করেই আউট হয়ে যান। তবে তাতে উত্তরপ্রদেশের জয় পেতে সমস্যা হয়নি। এবারের রঞ্জি ট্রফিতে প্রথম ৩ ম্যাচে জয় পাওয়ার পর এবার হেরে গেল মুম্বই। উত্তরপ্রদেশ ৪ ম্যাচ খেলে প্রথম জয় পেল।
দিল্লি থেকে উত্তরপ্রদেশে এসে ভালো পারফরম্যান্স নীতীশের
২০০৬ সালে মহম্মদ কাইফের নেতৃত্বে মুম্বইকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছিল উত্তরপ্রদেশ। তারপর ফের জয় পাওয়ার জন্য উত্তরপ্রদেশকে ১৮ বছর অপেক্ষা করতে হল। এবারের মরসুম শুরু হওয়ার আগে দিল্লি ছেড়ে উত্তরপ্রদেশ দলে যোগ দেন নীতীশ। ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের তারকা। রঞ্জি ট্রফিতে খেলেই আইপিএল-এর জন্য তৈরি হচ্ছেন নীতীশ।
অসাধারণ লড়াই করে উত্তরপ্রদেশের জয়
মুম্বইয়ের বিরুদ্ধে এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নীতীশ। ১৯৮ রানে অলআউট হয়ে যায় মুম্বই। ৫৭ রান করেন শামস মুলানি। উত্তরপ্রদেশের হয়ে ৩ উইকেট করে নেন অঙ্কিত রাজপুত ও আকিব খান। ২ উইকেট করে নেন ভুবনেশ্বর কুমার ও শিবম শর্মা। প্রথম ইনিংসে ৩২৪ রান করে উত্তরপ্রদেশ। দ্বিতীয় ইনিংসে ৩২০ রান করে মুম্বই। শিবম দুবে করেন ১১৭ রান। মুলানি করেন ৬৩ রান। মোহিত অবস্থী ৪৯ রান করেন। উত্তরপ্রদেশের হয়ে ৪ উইকেট নেন আকিব। ৩ উইকেট নেন ভুবনেশ্বর। ১ উইকেট করে নেন শিবম ও করণ শর্মা। এরপর ৮ উইকেটে ১৯৫ রান তুলে ম্যাচ জিতে নেয় উত্তরপ্রদেশ। আরিয়ান জুয়াল করেন ৭৬ রান।৬৭ রান করে অপরাজিত থাকেন করণ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Virat Kohli: বিরাট কোহলি থুতু দিয়েছিলেন, এবি ডিভিলিয়ার্সের হস্তক্ষেপে ক্ষমা চান, বিস্ফোরক ডিন এলগার
India Vs England: চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নেই রাহুল-জাদেজা, চাপে ভারতীয় দল
India Vs England: দলগত ব্যর্থতার জন্যই হার, স্বীকার ভারতের অধিনায়কের