ভারত-আয়ারল্যান্ডের টি-২০ সিরিজ একাধিক ক্রিকেটারের কাছে গুরুত্বপূর্ণ। চোট সারিয়ে দলে ফিরেছেন জসপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণ। প্রথমবার সুযোগ পেয়েছেন রিঙ্কু সিং।
১১ মাস পর ফের ভারতীয় দলের হয়ে খেলতে নামছেন জসপ্রীত বুমরা। প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন রিঙ্কু সিং। চোট সারিয়ে দলে ফিরেছেন প্রসিদ্ধ কৃষ্ণ। উইকেটকিপার-ব্যাটার জিতেশ শর্মাও হয়তো খেলার সুযোগ পাবেন। কিন্তু শুক্রবার ভারত-আয়ারল্যান্ড সিরিজের প্রথম টি-২০ ম্যাচ কি ভালোভাবে শেষ হবে? এই প্রশ্ন উঠছে, কারণ এদিন ডাবলিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এদিন ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা ৬৭ শতাংশ। স্থানীয় সময় অনুযায়ী বিকেল ৩টেয় ম্যাচ শুরু হওয়ার কথা। সেই সময়ই আবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে ম্যাচ শুরু হতে দেরি হতে পারে। এমনকী, ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কাও থাকছে। যদিও ভারতীয় দল আবহাওয়ার কথা না ভেবে ম্যাচের জন্য তৈরি হচ্ছে। প্রথম ম্যাচ জিতে সিরিজ ভালোভাবে শুরু করাই ভারতীয় দলের একমাত্র লক্ষ্য।
এই সিরিজে ভারতীয় দলের অধিনায়ক বুমরার দিকেই সবচেয়ে বেশি নজর থাকবে। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে এই পেসার কেমন বোলিং করেন এবং তিনি কতটা ফিট হয়ে উঠেছেন, সেটাই দেখতে চাইছে ভারতীয় শিবির। সম্প্রতি ভারতীয় দলের হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, আর্শদীপ সিং। কিন্তু বুমরা ম্যাচ ফিট হয়ে গেলে তিনিই ভারতীয় দলের স্ট্রাইক বোলার হিসেবে খেলবেন। অভিজ্ঞতা ও দক্ষতায় অনেকটাই এগিয়ে বুমরা। তিনি ভালো ফর্মে থাকলে এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের সুবিধা হবে। ২৯ বছর বয়সি এই পেসার অস্ত্রোপচারের পর রিহ্যাবের জন্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে গিয়েছিলেন। সেখানে অনুশীলনে ভালোভাবেই বোলিং করেছেন। তবে অনুশীলনে বোলিং করা আর আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করা এক ব্যাপার নয়। সেই কারণেই এশিয়া কাপের আগে বুমরার ফিটনেস দেখে নিতে চাইছেন নির্বাচকরা।
এই সিরিজে ৩টি ম্যাচে খেলার সুযোগ পাবেন বুমরা। শুক্রবার যদি বৃষ্টির কথা মাথায় রেখে ভারতীয় দল প্রথমে ফিল্ডিং করে, তাহলে ৪ ওভার বোলিং করার সুযোগ পেতে পারেন অধিনায়ক। তাঁর বিষাক্ত ইয়র্কার, বাউন্সার, দুর্দান্ত লাইন ও লেংথে বোলিংয়ের দক্ষতা আগের মতোই আছে কি না, সেটা দেখার অপেক্ষায় ক্রিকেট মহল।
এদিন রিঙ্কুর অভিষেক হবে কি না, সেটা দেখার অপেক্ষায় কলকাতা নাইট রাইডার্সের সমর্থকরা। প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন রিঙ্কু। এবার তিনি খেলার সুযোগ পাওয়ার অপেক্ষায়।
আরও পড়ুন-
এশিয়া কাপে নতুন রেকর্ডের অপেক্ষায় বিরাট, আছেন সচিন-সাঙ্গাকারার সঙ্গে একই সারিতে
শুক্রবার ভারত-আয়ারল্যান্ডের প্রথম টি-২০ ম্যাচ, অভিষেকের অপেক্ষায় রিঙ্কু সিং
Virat Kohli Fitness : ছুটি তো কী? জিমে গা ঘামানো অব্যাহত বিরাট কোহলির