'চোট পাওয়ার সময়কে কেরিয়ারের কালো অধ্যায় হিসেবে দেখিনি,' জানালেন বুমরা

Published : Aug 17, 2023, 09:49 PM ISTUpdated : Aug 17, 2023, 09:57 PM IST
Team India

সংক্ষিপ্ত

ভারত-আয়ারল্যান্ড টি-২০ সিরিজের প্রধান আকর্ষণ অভিজ্ঞ পেসার জসপ্রীত বুমরা। এশিয়া কাপের আগে তাঁর ফিটনেসের উপর নজর থাকবে ভারতের ক্রিকেটপ্রেমীদের।

চোট সারিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন। আয়ারল্যান্ড সফরে তিনিই জাতীয় দলের অধিনায়ক। নেটে পুরোদমে বোলিং করছেন। এবার ম্যাচেও ভালো পারফরম্যান্স দেখাতে চান জসপ্রীত বুমরা। এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপে এই অভিজ্ঞ পেসারের পারফরম্যান্সের উপর ভারতীয় দলের সাফল্য অনেকটা নির্ভর করছে। শুক্রবার আয়ারল্যান্ড সফরে ভারতের প্রথম ম্যাচ। তার আগে বুমরা বলেছেন, 'চোট সারতে যখন বেশি সময় লাগে, তখন হতাশা আসতেই পারে। নিজের দক্ষতার প্রতি সন্দিহান হওয়ার বদলে আমি ভাবছিলাম কীভাবে ফিট হয়ে উঠব এবং জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটাব। শরীরকে সময় ও সম্মান দেওয়া দরকার। আমি কোনওদিন এই সময়টাকে কেরিয়ারের কালো অধ্যায় বলে ভাবিনি। কখনও ভাবিনি যে আমার কেরিয়ার শেষ হয়ে যেতে পারে। আমি এই সমস্যার সমাধান খুঁজছিলাম। যখন সেই সমাধান খুঁজে পেলাম, তখন ভালো লাগছিল।'

২০২২ সালের সেপ্টেম্বরে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে শেষবার খেলেন বুমরা। এরপর থেকেই চোটের জন্য মাঠের বাইরে থাকতে হয় এই পেসারকে। শেষ আন্তর্জাতিক ম্যাচে ৪ ওভার বোলিং করে ৫০ রান দিয়েছিলেন বুমরা। এটাই এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তাঁর দেওয়া সবচেয়ে বেশি রান। চোট পাওয়ার আগে পর্যন্ত বিশ্বের অন্যতম সেরা পেসার হিসেবে দেখা হত বুমরাকে। সেই ফর্ম ফিরে পেতে তাঁর হয়তো কিছুটা সময় লাগবে। সেই কারণেই সরাসরি এশিয়া কাপে খেলানোর আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলিয়ে দেখে নিতে চাইছেন নির্বাচকরা। 

চোট পেয়ে যখন দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন, তখন সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ-সমালোচনার শিকার হয়েছেন। এ প্রসঙ্গে বুমরা বলেছেন, 'আমি যখন চোট পেয়েছিলাম, তখন সেই সমস্যার সমাধান করার চেষ্টা করছিলাম। বিশ্বের বাকিরা কী বলছে সেটা নিয়ে ভাবিনি। আমি খেলা অনেক বেশি উপভোগ করতে শিখেছি। আমি চোট পাওয়ার সময়টাকে অফ সিজন হিসেবে দেখেছি। আমি পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছি। আমি এটাকে ইতিবাচক দিক হিসেবেই দেখছিলাম। তবে একই সময়ে খেলা থেকে দূরে থাকতেও ভালো লাগছিল না।' 

বুমরা আরও বলেছেন, ‘চোট সারিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটালে সাফল্যের খিদে বেশি থাকে। টানা ক্রিকেট খেলে গেলে বোঝা যায় না অফ সিজন কী। আমি এই পর্যায়ে ফিটনেস ও বোলিং উন্নত করার উপর জোর দিয়েছি। জাতীয় দল কেমন খেলছে, সেদিকেও আমার নজর ছিল।’

আরও পড়ুন-

'স্বপ্ন সত্যি হল, কঠোর পরিশ্রম সার্থক,' প্রথমবার জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে বললেন রিঙ্কু

'ভারতের সঙ্গে খেললে মনে হয় রাস্তার শিশুদের সঙ্গে খেলছি,' মন্তব্য অস্বীকার ইফতিকারের

Virat Kohli Fitness : ছুটি তো কী? জিমে গা ঘামানো অব্যাহত বিরাট কোহলির

PREV
click me!

Recommended Stories

India vs South Africa 2nd T20: এক ওভারে ৭টি ওয়াইড? আর্শদীপের উপর রেগে আগুন গম্ভীর
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-২০ ম্যাচে ফের ব্যর্থ, কতদিন শুবমান গিলকে বয়ে বেড়াবে দল?