শুক্রবার ভারত-আয়ারল্যান্ডের প্রথম টি-২০ ম্যাচ, অভিষেকের অপেক্ষায় রিঙ্কু সিং

সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে নিজেদের প্রমাণ করার সুযোগ পাচ্ছেন তরুণ ক্রিকেটাররা। 

শুক্রবার ডাবলিনে ভারত-আয়ারল্যান্ডের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচে ভারতীয় দলের হয়ে অভিষেক হতে পারে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার রিঙ্কু সিংয়ের। আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলে আছেন- জসপ্রীত বুমরা (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), জিতেশ শর্মা (উইকেটকিপার), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, প্রসিদ্ধ কৃষ্ণ, আর্শদীপ সিং, মুকেশ কুমার ও আবেশ খান। রিঙ্কুর পাশাপাশি উইকেটকিপার-ব্যাটার জিতেশেরও অভিষেক হতে পারে। এই ২ ক্রিকেটারই খেলার জন্য তৈরি। আইপিএল-এর পর এবার আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি রিঙ্কু। শুক্রবার ভারতের হয়ে খেলার সুযোগ পেতে পারেন যশস্বী জয়সোয়াল, রুতুরাজ গায়কোয়াড়, তিলক ভার্মা, রিঙ্কু সিং, শিবম দুবে, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা (অধিনায়ক), আর্শদীপ সিং, রবি বিষ্ণোই ও মুকেশ কুমার।

এই ম্যাচে আয়ারল্যান্ডের হয়ে খেলতে পারেন পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ড্রু বলবির্নি, গ্যারেথ ডেলানি, হ্যারি টেক্টর, কার্টিস ক্যামফার, লরকান টাকার (উইকেটকিপার), জর্জ ডকরেল, মার্ক অ্যাডেয়ার, জশ লিটল, ক্রেগ ইয়াং ও ব্যারি ম্যাককার্থি।

Latest Videos

এই সিরিজের ৩টি ম্যাচই হবে ডাবলিনের দ্য ভিলেজে। প্রথম ম্যাচ শুক্রবার। এরপর রবিবার হবে দ্বিতীয় ম্যাচ। তৃতীয় ম্যাচ বুধবার। চোট সারিয়ে দীর্ঘদিন পর ভারতীয় দলে ফিরেছেন বুমরা। তিনি এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপে খেলার জন্য তৈরি কি না, সেটা এই সিরিজেই বোঝা যাবে। এর আগে একবারই ভারতীয় দলকে নেতৃত্বে দিয়েছেন বুমরা। এই প্রথম কোনও সিরিজে তিনি ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন। দলকে সিরিজ জেতানোই অধিনায়ক বুমরার লক্ষ্য। 

ওয়েস্ট ইন্ডিজ সফরে অভিষেকেই ভালো পারফরম্যান্স দেখিয়েছেন যশস্বী, তিলক, মুকেশ। তাঁরা ফের ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি। ওয়েস্ট ইন্ডিজ সফরে সুযোগ পেয়েও খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি সঞ্জু। সেই কারণে তাঁর পরিবর্তে খেলার সুযোগ পেতে পারেন জিতেশ। ওয়াশিংটন ও বিষ্ণোই দলে জায়গা পাকা করার লক্ষ্যে ভালো পারফরম্যান্স দেখাতে চাইবেন।

নিজেদের দেশে আয়ারল্যান্ড লড়াই করার মতো দল। অধিনায়ক স্টার্লিং, টেক্টর, ক্যামফার, ডকরেল টি-২০ ফর্ম্যাটে মারকুটে ব্যাটার হিসেবে পরিচিত। ফলে এই সিরিজ বুমরা, মুকেশ, আর্শদীপদের কাছে পরীক্ষার। আইপিএল-এ খেলার অভিজ্ঞতা আছে লিটলের। তিনি সেই অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করবেন। বলিবির্নিও আয়ারল্যান্ডের অন্যতম ভরসা।

আরও পড়ুন-

'চোট পাওয়ার সময়কে কেরিয়ারের কালো অধ্যায় হিসেবে দেখিনি,' জানালেন বুমরা

'স্বপ্ন সত্যি হল, কঠোর পরিশ্রম সার্থক,' প্রথমবার জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে বললেন রিঙ্কু

Virat Kohli Fitness : ছুটি তো কী? জিমে গা ঘামানো অব্যাহত বিরাট কোহলির

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

উপনির্বাচনে হার! কি বললেন শুভেন্দু! দেখুন #shorts #suvenduadhikari
ইয়ার্কি হচ্ছে! এতদিন ধরে বালু পাচার হচ্ছে আর উনি জানেন না! Mamata-কে তুলোধোনা Sukanta-র
Live : India vs Australia: রাহুল-যশস্বীর ব্যাটে জয়ের স্বপ্ন, অস্ট্রেলিয়া সফরের শুরুতেই দাপট
ভেঙে পড়ার কারন নেই! কেন BJP-র হার, জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP News
রুগী মৃত্যু কে কেন্দ্র করে Doctor ও Nurse-দের উপর আক্রমণ, শুনুন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা