চমকপ্রদ প্রত্যাবর্তন জসপ্রীত বুমরার, আয়ারল্যান্ডের বিরুদ্ধে সুবিধাজনক অবস্থানে ভারত

আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের শুরুটা দুর্দান্তভাবে করল ভারতীয় দল। দেশের মাটিতেও ভারতের বোলারদের বিরুদ্ধে বিশেষ প্রতিরোধ গড়তে পারলেন না আয়ারল্যান্ডের ব্যাটাররা।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের শুরুটা দুর্দান্তভাবে করলেন ভারতের অধিনায়ক জসপ্রীত বুমরা। প্রথম ওভারেই জোড়া উইকেট নেন এই অভিজ্ঞ পেসার। অভিষেকেই দুর্দান্ত বোলিং করলেন প্রসিদ্ধ কৃষ্ণ। রবি বিষ্ণোইও ভালো বোলিং করলেন। আইরিশ ব্যাটারদের মধ্যে লড়াই করলেন কার্টিস ক্যামফার ও ব্যারি ম্যাককার্থি। আয়ারল্যান্ড করল ৭ উইকেটে ১৩৯ রান। অপরাজিত অর্ধশতরান করলেন ম্যাককার্থি। ভারতের বোলারদের মধ্যে ২৪ রান দিয়ে ২ উইকেট নেন বুমরা। ৩২ রান দিয়ে ২ উইকেট নেন কৃষ্ণ। ২৩ রান দিয়ে ২ উইকেট নেন বিষ্ণোই। ৩৫ রান দিয়ে ১ উইকেট নেন আর্শদীপ সিং। আয়ারল্যান্ডের ব্যাটারদের মধ্যে সর্বাধিক ৫১ রান করে অপরাজিত থাকেন ম্যাককার্থি। ৩৯ রান করেন ক্যামফার। আর কেউ বড় রান পাননি। ভারতের ব্যাটারদের পক্ষে ১৪০ রান তুলে জয় পেতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়।

চোট সারিয়ে ১১ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে দ্বিতীয় বলেই উইকেট পান বুমরা। তাঁর বলে বোল্ড হয়ে যান অ্যান্ড্রু বলবির্নি (৪)। পঞ্চম বলে সঞ্জু স্যামসনকে ক্যাচ দিয়ে আউট হয়ে যান লরক্যান টাকার (০)। অধিনায়ক পল স্টার্লিং করেন ১১ রান। হ্যারি টেক্টর করেন ৯ রান। জর্জ ডকরেল করেন ১ রান। মার্ক অ্যাডেয়ার করেন ১৬ রান। ১ রান করে অপরাজিত থাকেন ক্রেগ ইয়াং। 

Latest Videos

এই ম্যাচে একটি অনন্য রেকর্ড গড়লেন ম্যাককার্থি। ভারতের বিরুদ্ধে টি-২০ ম্যাচে ৮ নম্বরে বা তার নীচে ব্যাটিং করতে নেমে সর্বাধিক রান করলেন ম্যাককার্থিই। এর আগে ২০২২ সালে তিরুঅনন্তপুরমে ৪১ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ। ২০২২ সালে বার্মিংহ্যামে ৩৩ রান করে অপরাজিত ছিলেন ইংল্যান্ডের ডেভিড উইলি

ম্যাককার্থি ও ক্যামফারের জন্যই ৩১ রানে ৫ উইকেট হারানোর পরেও ১৩৯ রান করতে সক্ষম হয় আয়ারল্যান্ড। আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৩৫ রানের মধ্যে ৫ উইকেট হারানোর পর দ্বিতীয় সর্বাধিক রান যোগ করল আয়ারল্যান্ড। প্রথম স্থানেও আছে আইরিশরাই। ২০২২ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৫ রানে ৫ উইকেট হারানোর পর ১১২ রান যোগ করে আয়ারল্যান্ড। স্কোর হয় ১৩৭। শুক্রবার ডাবলিনে ভারতের বিরুদ্ধে ৩১ রানে ৫ উইকেট হারানোর পর ১০৮ রান যোগ করল আয়ারল্যান্ড। ২০২২ সালে হারারাতে বাংলাদেশের বিরুদ্ধে ৩১ রানে ৫ উইকেট হারানোর পর ১০৪ রান যোগ করে জিম্বাবোয়ে।

আরও পড়ুন-

ইনজামাম-উল-হকের মতোই অবস্থা! ছুটতে না পেরে রান আউট রাহকিম কর্নওয়াল

সচিন-পরবর্তী ভারতীয় দলের সফলতম ব্যাটার, আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পূর্ণ বিরাটের

Virat Kohli Fitness : ছুটি তো কী? জিমে গা ঘামানো অব্যাহত বিরাট কোহলির

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

উপনির্বাচনে হার! কি বললেন শুভেন্দু! দেখুন #shorts #suvenduadhikari
ইয়ার্কি হচ্ছে! এতদিন ধরে বালু পাচার হচ্ছে আর উনি জানেন না! Mamata-কে তুলোধোনা Sukanta-র
Live : India vs Australia: রাহুল-যশস্বীর ব্যাটে জয়ের স্বপ্ন, অস্ট্রেলিয়া সফরের শুরুতেই দাপট
ভেঙে পড়ার কারন নেই! কেন BJP-র হার, জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP News
রুগী মৃত্যু কে কেন্দ্র করে Doctor ও Nurse-দের উপর আক্রমণ, শুনুন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা