এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হতে চলেছে। তার আগেই সোশ্যাল মিডিয়ায় ভারত-পাকিস্তানের সমর্থকদের মধ্যে বাগযুদ্ধ শুরু হয়ে গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পাকিস্তানের ক্রিকেটার ইফতিকার আহমেদের একটি মন্তব্য। দাবি করা হচ্ছে এই ক্রিকেটার বলেছেন, 'যখনই ভারতের বিরুদ্ধে আমাদের ম্যাচ থাকে, তখনই মনে হয় রাস্তার শিশুদের সঙ্গে খেলছি।' নওয়াজ নামে এক ট্যুইটার ব্যবহারকারী এই মন্তব্য ট্যুইট করেছেন। তাঁর অ্যাকাউন্ট ভেরিফায়েড। ফলে অনেকেরই মনে হচ্ছে, ইফতিকার এই মন্তব্য করেছেন। যদিও ইফতিকার দাবি করেছেন, তিনি এই মন্তব্য করেননি। তাঁর নামে মিথ্যা খবর রটানো হচ্ছে। ইফতিকারের ট্যুইট, ‘আমাকে এই মন্তব্যের ব্যাপারে জানানো হয়েছে। আমি কোনওদিন এই মন্তব্য করিনি। আমার মনে হয়, কোনও পেশাদার ক্রিকেটারই এই ধরনের মন্তব্য করবে না। দয়া করে ভুয়ো খবর ছড়ানো বন্ধ করুন। এই ব্যক্তি ঘৃণা ছড়াচ্ছেন। ওঁর বিরুদ্ধে রিপোর্ট করুন। ট্যুইটার কর্তৃপক্ষ ও ইলন মাস্ক এই অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দিন। অনেকেই ব্লু টিকের অপব্যবহার করছে।’
ভারত-পাকিস্তানের রাজনৈতিক, সামাজিক, সামরিক অবস্থা ও কূটনৈতিক সম্পর্কের প্রভাব বরাবরই ক্রিকেট মাঠে দেখা গিয়েছে। কার্গিল যুদ্ধ চলাকালীন ১৯৯৯ সালের ওডিআই বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই হয়েছিল। সেই ম্যাচে যুদ্ধের প্রভাব পড়েছিল। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তানের ক্রিকেট-সম্পর্ক একেবারেই তলানিতে ঠেকেছে। এই ঘটনার পর একবারই ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ হয়েছে। এছাড়া ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনাল এবং ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিল পাকিস্তান দল। তারপর এবারের ওডিআই বিশ্বকাপ খেলতে আসছেন বাবর আজমরা। কিন্তু তার আগেই পারস্পরিক ঘৃণার পরিবেশ তৈরি হচ্ছে।
ভারত-পাকিস্তানের ক্রিকেট লড়াইয়ে সব ম্যাচ মিলিয়ে অনেকটাই এগিয়ে পাকিস্তান। এখনও পর্যন্ত ২ দল ৫৯টি টেস্ট ম্যাচ খেলেছে। তার মধ্যে ভারত জয় পেয়েছে ৯টি ম্যাচে এবং পাকিস্তান জিতেছে ১২টি টেস্ট ম্যাচ। ড্র হয়েছে ৩৮টি টেস্ট ম্যাচ। ওডিআই ফর্ম্যাটে ভারত-পাকিস্তানের ১৩২টি টেস্ট ম্যাচ হয়েছে। তার মধ্যে ভারত জিতেছে ৫৫টি ম্যাচে। পাকিস্তান জিতেছে ৭৩টি ম্যাচে। ৪টি ম্যাচের ফল হয়নি। কিন্তু টি-২০ ফর্ম্যাটে এগিয়ে ভারত। এই ফর্ম্যাটে ভারত-পাকিস্তানের ১২টি ম্যাচ হয়েছে। তার মধ্যে ৯টি ম্যাচেই জয় পেয়েছে ভারত। পাকিস্তান জয় পেয়েছে ৩টি ম্যাচে।
বিশ্বকাপে অবশ্য ভারতের আধিপত্য প্রশ্নাতীত। ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৭টি ম্যাচ খেলে প্রতিটিতেই জয় পেয়েছে ভারত। টি-২০ বিশ্বকাপে ৭টি ম্যাচের মধ্যে ৬টিতেই জয় পেয়েছে ভারত। পাকিস্তান জয় পেয়েছে মাত্র ১টি ম্যাচে।
আরও পড়ুন-
দুর্নীতি দমন বিধি লঙ্ঘন, দ্বিতীয়বার শাস্তির মুখে মার্লন স্যামুয়েলস
কে এল রাহুলের পক্ষে এশিয়া কাপে খেলা সম্ভবই নয়, দাবি রবি শাস্ত্রীর
Virat Kohli Fitness : ছুটি তো কী? জিমে গা ঘামানো অব্যাহত বিরাট কোহলির