রবিবার ভারত-আয়ারল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচ, ফের বিঘ্ন ঘটাবে বৃষ্টি?

Published : Aug 19, 2023, 10:38 PM ISTUpdated : Aug 19, 2023, 10:46 PM IST
Team India

সংক্ষিপ্ত

আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ ভারতীয় দলের কাছে পরীক্ষা-নিরীক্ষার। এই সিরিজে ভারতীয় দলে একাধিক নতুন মুখ। দলে বেশিরভাগই তরুণ ক্রিকেটার।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ২ রানে জয় পেয়েছে ভারতীয় দল। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও হানা দিতে পারে বৃষ্টি। তবে বৃষ্টির পরিমাণ থাকবে খুবই কম। তাপমাত্রা থাকতে পারে ১৬ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ফলে পুরো ৪০ ওভারই খেলা হওয়ার আশা থাকছে। শুক্রবার প্রথম ম্যাচে আয়ারল্যান্ড পুরো ২০ ওভারই ব্যাটিং করে। তবে ভারতীয় দল ৬.৫ ওভার ব্যাটিং করার পরেই বৃষ্টি নামে। এরপর আর খেলা শুরু করা যায়নি। রবিবারের ম্যাচ জিতলেই সিরিজের দখল নেবে জসপ্রীত বুমরার দল। সেই কারণে এই ম্যাচকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারত। দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলে বদলের সম্ভাবনা কম। প্রথম ম্যাচে ব্যাটাররা খুব একটা সুযোগ পাননি। রবিবার ব্যাটিংয়ের সুযোগ চাইছেন রিঙ্কু সিং, সঞ্জু স্যামসনরা।

এই সিরিজে ভারতীয় দলে আছেন রিঙ্কু, প্রসিদ্ধ কৃষ্ণ, শিবম দুবে, যশস্বী জয়সোয়াল, তিলক ভার্মা, রুতুরাজ গায়কোয়াড়ের মতো একাধিক নতুন মুখ। রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শুবমান গিল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজের মতো তারকাদের এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবেই এই সিরিজকে দেখছে ভারতীয় শিবির। সেই কারণেই মূলত তরুণ ক্রিকেটারদের ভারতীয় দলে রাখা হয়েছে। প্রথম ম্যাচে ভারতের বোলারদের মধ্যে ভালো পারফরম্যান্স দেখান বুমরা, কৃষ্ণ, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং। ২৪ রান দিয়ে ২ উইকেট নেন বুমরা। ৩২ রান দিয়ে ২ উইকেট নেন কৃষ্ণ। ২৩ রান দিয়ে ২ উইকেট নেন বিষ্ণোই। ৩৫ রান দিয়ে ১ উইকেট নেন আর্শদীপ। রবিবারও ভালো পারফরম্যান্স দেখানোই ভারতের বোলারদের লক্ষ্য। অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও ভালো পারফরম্যান্স দেখাতে চাইছেন। 

চোট সারিয়ে ১১ মাস পর ভারতীয় দলে ফিরে প্রথম ওভারেই জোড়া উইকেট নেন অধিনায়ক বুমরা। তিনি ৯টি ডট বল করেন। অভিষেক ম্যাচে প্রসিদ্ধও ভালো বোলিং করেন। বিষ্ণোইও দুর্দান্ত পারফরম্যান্স দেখান। তবে আর্শদীপের কাছ থেকে আরও ভালো পারফরম্যান্সের আশায় দল।

প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের হয়ে ভালো ব্যাটিং করেন শুধু ব্যারি ম্যাককার্থি ও কার্টিস ক্যামফার। ৩১ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল আয়ারল্যান্ড। সেই অবস্থা থেকে দুর্দান্ত পার্টনারশিপ গড়ে দলের রান ১৩৯-এ পৌঁছে দিতে সক্ষম হন ম্যাককার্থি ও ক্যামফার। রবিবারও লড়াই করতে তৈরি তাঁরা।

আরও পড়ুন-

ওডিআই বিশ্বকাপের ম্যাসকট উদ্বোধন শেফালি ভার্মা, যশ ধূলের, নাম দেবেন ক্রিকেটপ্রেমীরা

ভাইরাল ভয়ঙ্কর ভিডিও, আগুনের উপর খালি পায়ে হেঁটে এশিয়া কাপের প্রস্তুতি মহম্মদ নাঈম শেখের

Virat Kohli Fitness : ছুটি তো কী? জিমে গা ঘামানো অব্যাহত বিরাট কোহলির

PREV
click me!

Recommended Stories

IPL Auction 2026: রেকর্ড অর্থ খরচ করল কেকেআর! দলে এবার ৬ বলে ছয় ছক্কা মারা ক্রিকেটার?
আইপিএল ২০২৬ মিনি নিলাম: সবচেয়ে বেশি অর্থ পাওয়া ক্রিকেটার, রেকর্ড গড়ে কেকেআর-এ মুস্তাফিজুর