বৃষ্টির জন্য শুরুই করা গেল তৃতীয় টি-২০ ম্যাচ, চন্দ্রযান-৩ অভিযান দেখে সময় কাটল বুমরাদের

আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ২-০ জয় পেল ভারতীয় দল। সিরিজের প্রথম ম্যাচের মতোই তৃতীয় ম্যাচেও হানা দিল বৃষ্টি। তৃতীয় ম্যাচ শুরুই করা গেল না।

যে লক্ষ্য নিয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে গিয়েছিল ভারতীয় দল, সেই লক্ষ্য পুরোপুরি সফল হল না। ভারতীয় দল ২-০ জয় পেল বটে, কিন্তু ব্যাটাররা মাত্র ১টি ম্যাচেই পুরো ২০ ওভার ব্যাটিং করার সুযোগ পেলেন। প্রথম ম্যাচে রান তাড়া করতে নেমে ভারত ৬.৫ ওভার ব্যাটিং করার পরেই বৃষ্টি নামে। এরপর আর খেলা শুরু করা যায়নি। বুধবার তৃতীয় ম্যাচ শুরুই করা গেল না। ফলে তিলক ভার্মা, শিবম দুবেরা ব্যাটিং করার সুযোগ পেলেন না। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর মাত্র ১ ম্যাচেই ব্যাটিং করার সুযোগ পেলেন রিঙ্কু সিং।

বুধবারের ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ায় টেলিভিশনে চন্দ্রযান-৩ অভিযান দেখে সময় কাটালেন জসপ্রীত বুমরা, যশস্বী জয়সোয়ালরা। ল্যান্ডার বিক্রম সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করায় উচ্ছ্বসিত হয়ে ওঠেন ভারতীয় ক্রিকেটাররা। সোশ্যাল মিডিয়া পোস্টে ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। তিনি লিখেছেন, ‘এটি একটি ঐতিহাসিক মুহূর্ত যা নিয়ে অনেক প্রজন্ম ধরে আলোচনা চলবে। চন্দ্রযান-৩-এর সফল অবতরণের জন্য ইসরোকে আন্তরিক অভিনন্দন। একটি চমকপ্রদ সাফল্য যা আমাদের অনুপ্রাণিত করছে। দায়বদ্ধতা ও সাফল্যের মাধ্যমে এই নজির গড়ল ইসরো।’

Latest Videos

 

 

টেস্ট, ওডিআই ফর্ম্যাটে ভারতের অধিনায়ক রোহিত শর্মা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছনো সম্ভব হল। আমাদের সবার জন্য গর্বের মুহূর্ত। ইসরোকে অভিনন্দন।’

 

 

ভারতের টি-২০ দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘আমাদের দেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন। চন্দ্রযান-৩-এর সফল অবতরণের সঙ্গে যুক্ত প্রত্যেককে অভিনন্দন। অত্যন্ত গর্ব হচ্ছে।’

 

 

ঈশান কিষান, কে এল রাহুলও বুধবার চন্দ্রযান-৩ অভিযানের সাফল্যের জন্য ইসরোকে অভিনন্দন জানিয়েছেন।

 

 

এদিন ম্যাচ ভেস্তে যাওয়ার পর এই সিরিজে ভারতের অধিনায়ক বুমরা বলেন, ‘মাঠে ফিরে ক্রিকেট খেলতে পেরে খুব খুশি হয়েছি। ম্যাচ শুরু হওয়ার জন্য অপেক্ষা করতে হলে হতাশ লাগে। সকালে আবহাওয়া ভালোই ছিল। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাবে ভাবতে পারিনি। ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারা আমার কাছে সম্মানের। সবার মধ্যেই জয়ের খিদে ছিল, সবাই উৎসাহী ছিল। দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলে সবাই সেটা করতে চায়। একজন ক্রিকেটার হিসেবে আমি সবসময় দায়িত্ব নিতে চাই। খেলোয়াড়রা সবাই আত্মবিশ্বাসী থাকলে অধিনায়কের কাজ সহজ হয়ে যায়। ওরাই আমাকে বলে দিচ্ছিল কী করতে হবে।’

আরও পড়ুন-

হিথ স্ট্রিক সুস্থই আছেন, হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট শেয়ার হেনরি ওলোঙ্গার

ভোটারদের উৎসাহ দেওয়ার জন্য সচিন তেন্ডুলকরকে 'ন্যাশনাল আইকন' ঘোষণা নির্বাচন কমিশনের

Rohit Sharma : সবাইকে যে কোনও পজিশনে ব্যাটিংয়ের জন্য তৈরি থাকতে হবে, বার্তা রোহিতের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today