কয়েক মাস পরেই দেশের একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে। আগামী বছর লোকসভা নির্বাচনও রয়েছে। তার আগে দেশের মানুষকে ভোটদানে উৎসাহ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবারই জানা গিয়েছিল, আগামী নির্বাচনগুলিতে দেশের মানুষকে ভোটদানে উৎসাহ দেওয়ার জন্য সচিন তেন্ডুলকরকে 'ন্যাশনাল আইকন' করা হচ্ছে। বুধবার আনুষ্ঠানিকভাবে সে কথা ঘোষণা করল নির্বাচন কমিশন। এদিন নয়াদিল্লিতে নির্বাচন কমিশন আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ছিলেন সচিন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ও নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পাণ্ডে, নির্বাচন কমিশনার অরুণ গোয়েলও এই অনুষ্ঠানে ছিলেন। এই অনুষ্ঠানেই নির্বাচন কমিশনের 'ন্যাশনাল আইকন' হিসেবে পথ চলা শুরু হল সচিনের। ক্রিকেটের কিংবদন্তি এবার থেকে ভোটারদের উৎসাহ দেবেন। তিনি এই দায়িত্ব গ্রহণ করায় ভোটদানে দেশের মানুষের উৎসাহ বাড়বে বলেই আশা নির্বাচন কমিশনের।

এ বছরের অক্টোবর-নভেম্বরে দেশের ৫টি রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে। তারপর আগামী বছরের এপ্রিল-মে মাসে লোকসভা নির্বাচন হতে চলেছে। তার আগে বুধবার আনুষ্ঠানিকভাবে সচিনের সঙ্গে ৩ বছরের চুক্তি করল নির্বাচন কমিশন। ভোটদানের ব্যাপারে দেশের মানুষকে সচেতন করবেন সচিন। তিনি এদিন বলেছেন, 'ভারত বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র। ভোটদানের অধিকার প্রয়োগ করা আমাদের প্রধান দায়িত্ব। এটা আমার দ্বিতীয় ইনিংস। আমি ভারতের হয়ে ব্যাটিং করে যাব।'

Scroll to load tweet…

নির্বাচন কমিশনার পাণ্ডে বলেছেন, 'যে পিচে নির্বাচন কমিশন ভোটারদের এসে ভোটদানের অধিকার প্রয়োগ করতে বলে, সেই পিচ কঠিন। তবে আমরা নিশ্চিত, সচিন তেন্ডুলকর এই ভূমিকায় সফল হবে।'

নির্বাচন কমিশনার গোয়েল বলেছেন, '২০১৯ সালের লোকসভা নির্বাচনে সারা দেশ মিলিয়ে সর্বাধিক ৬৭ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। আগামী লোকসভা নির্বাচনে ভোটদানের হার বাড়ানোর পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। সারা দেশেই ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে যতদূর সম্ভব ভালো ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও কিছু জায়গায় ভোটদানের হার খুবই কম। নির্বাচন কমিশন এই ঘটনা নিয়ে চিন্তিত। শহুরে মানুষ ও যুবকদের ভোটদানে উৎসাহ দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন।'

Scroll to load tweet…

গত বছর 'ন্যাশনাল আইকন' হিসেবে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির নাম ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। তার আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, অভিনেতা আমির খান, অলিম্পিক্সে পদকজয়ী বক্সার এম সি মেরি কমকে 'ন্যাশনাল আইকন' হিসেবে বেছে নিয়েছিল নির্বাচন কমিশন। এবার এই দায়িত্ব নিলেন সচিন। এখনও এই কিংবদন্তির জনপ্রিয়তা আকাশছোঁয়া। তাঁর আবেদনে সাড়া দিয়ে মানুষ ভোটদানে এগিয়ে আসবেন বলেই আশা নির্বাচন কমিশনের।

আরও পড়ুন-

BRICS summit-এ যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় প্রধানমন্ত্রী , উষ্ণ অভ্যর্থনা নরেন্দ্র মোদীকে

ব্রিকস গোষ্ঠীর সম্প্রসারণকে ইতিবাচকভাবে বিবেচনা করবে ভারত, দক্ষিণ আফ্রিকায় মোদীর সফরের মধ্যে বার্তা নয়াদিল্লির

চাঁদের আরও কাছে চন্দ্রযান-৩, পজিশন ডিটেকশন ক্যামেরায় ধরা পড়েছে চাঁদের ছবি