IND vs NZ: তৃতীয় টেস্টে বেজায় চাপে নিউজিল্যান্ড, জয়ের প্রবল হাতছানি ভারতের সামনে

এমনিতে প্রথম দিন থেকেই জমে ওঠে ভারত বনাম নিউজিল্যান্ডের (India vs New Zealand) মধ্যে তৃতীয় টেস্ট (3rd Test Match)। 

Subhankar Das | Published : Nov 2, 2024 12:01 PM IST / Updated: Nov 02 2024, 05:32 PM IST

এমনিতে প্রথম দিন থেকেই জমে ওঠে ভারত বনাম নিউজিল্যান্ডের (India vs New Zealand) মধ্যে তৃতীয় টেস্ট (3rd Test Match)। শুক্রবার থেকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হয়েছে তৃতীয় টেস্ট ম্যাচ।

টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয় কিউয়িরা। তবে বিশাল কিছু রান খাড়া করতে পারেনি তারা। মাত্র ২৩৫ রানেই শেষ হয়ে যায় ব্ল্যাকক্যাপ্সদের ইনিংস। অধিনায়ক ল্যাথামের ২৮ রান ছাড়া টপ অর্ডারের বেশিরভাগ ব্যাটারই দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান। তবে হাল ধরেন উইল ইয়ং, তিনি করেন ৭১ রান। অন্যদিকে, ড্যারিল মিচেলের লড়াকু ৮১ রান বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় নিউজিল্যান্ডের জন্য। এছাড়া আর সেইভাবে কেউ বড় রান পাননি।

Latest Videos

উল্টোদিকে ভারতের হয়ে আগুনে বোলিং করেন রবীন্দ্র জাদেজা, একাই নেন পাঁচটি উইকেট। প্রথম দিনের খেলা শেষে তিনি বলেন, “দলের হয়ে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেওয়াটা দরকার। আমি ঠিক সেটাই করেছি। ভালো লাগে ইন্ডিয়ার হয়ে উইকেট পেলে। তবে তীব্র গরমে কিছুটা কঠিন ছিল আজকের কাজটা। কিন্তু হ্যাঁ, আমরা লড়াই করতে পেরেছি।”

অপরদিকে ওয়াশিংটন সুন্দরও বেশ ভালোই বল করেন প্রথমদিন। তাঁর ঝুলিতে চারটি উইকেট। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, উইল ইয়ংকে ফেরান জাদেজা এবং মিচেলকে আউট করেন সুন্দর। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় ভারত। ৮৬ রানে চার উইকেট পড়ে যায় টিম ইন্ডিয়ার। যশস্বী জয়সওয়াল ৩০ রানে এবং অধিনায়ক রোহিত শর্মা ১৮ রানে প্যাভিলিয়নে ফিরে যান। ওদিকে মহম্মদ সিরাজ খাতাই খুলতে পারেননি। এছাড়াও রান আউট হয়ে ৪ রানে ফিরে যান বিরাট কোহলি।

প্রথম দিনের শেষে ক্রিজে শুভমান গিল ৩১ রানে এবং ঋষভ পন্থ ১ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনে তারা শুরুটা বেশ ভালোই করেন। গিল আউট হন ৯০ রানে এবং পন্থের ঝুলিতে ৬০ রান। তবে টেল এন্ডার হিসেবে বেশ ভালো ব্যাট করেন ওয়াশিংটন সুন্দর। তাঁর সংগ্রহে ৩৮ রান। শেষপর্যন্ত, ভারতের ইনিংস শেষ হয় ২৬৩ রানে।

জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিপাকে নিউজিল্যান্ড। অধিনায়ক ল্যাথাম মাত্র ১ রানে ফিরে গেছেন। বাংলার বোলার আকাশদীপ তাঁকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। তবে উইল ইয়ং এই ইনিংসেও বেশ ভালো খেললেন। তিনি অর্ধশতরান পেয়েছেন, সংগ্রহে ৫১ রান। এছাড়া ড্যারিল মিচেল পেয়েছেন ২১ রান এবং গ্লেন ফিলিপস করেন ২৬।

ভারতের হয়ে এই ইনিংসেও কার্যত দাপট দেখালেন রবীন্দ্র জাদেজা। তিনি নেন ৪ উইকেট এবং রবিচন্দ্রন অশ্বিনের ঝুলিতে ৩ উইকেট। যার মধ্যে উইল ইয়ং-এর গুরুত্বপূর্ণ উইকেটটিও রয়েছে। দ্বিতীয় দিনের শেষে ব্ল্যাকক্যাপ্সদের স্কোর ৯ উইকেট হারিয়ে ১৭১ রান।

হাতে এখনও তিনদিন রয়েছে। নিউজিল্যান্ড এগিয়ে আছে মাত্র ১৪৩ রানে। ফলে, তৃতীয় দিন সকাল সকাল শেষ উইকেটটি তুলে নিতে পারলে, ধরে খেললেও ম্যাচ জয়ের হাতছানি ভারতের সামনে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

মহিলাদের সুরক্ষায় ‘অভয়া প্লাস’! রাজ্যপালের ২ বছর পূর্তিতে ৯টি প্রকল্পের সুভারম্ভ | CV Anand Bose
'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
'এই তৃণমূলকে উপরে ফেলব' মাদারিহাটে রাহুল লোহারের সমর্থনে প্রচারে গিয়ে হুঙ্কার শুভেন্দুর | Suvendu A
'চোর-চোর' তৃণমূলের পতাকা দেখেই জ্বলে উঠলেন শুভেন্দু! কি হল দেখুন | Suvendu Adhikari on TMC |
মহিলাদের নিরাপত্তায় বড় উদ্যোগ! ফ্রী ক্যারাটে প্রশিক্ষণ শিবির রাজ্যজুড়ে! | RG Kar