উত্তর-পূর্ব ভারতে আইপিএল-এর জন্য তৈরি হচ্ছে দ্বিতীয় স্টেডিয়াম, সরে যাবে কেকেআর-এর ম্যাচ?

Published : Nov 01, 2024, 10:33 PM ISTUpdated : Nov 01, 2024, 10:53 PM IST
Kolkata Knight Riders

সংক্ষিপ্ত

আইপিএল-এর ইতিহাসে একাধিকবার ইডেন গার্ডেন্সের বদলে অন্য স্টেডিয়ামে হোম ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স। ২০২৫ সালের আইপিএল-এও সেটা দেখা যেতে পারে।

২০২৫ সালের আইপিএল-এ কলকাতা থেকে কি ত্রিপুরায় সরে যেতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ? শুক্রবার এমনই সম্ভাবনার কথা জানিয়েছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব সুব্রত দে। ত্রিপুরার নরসিংহগড়ে ১৮৫ কোটি টাকা খরচ করে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। এই স্টেডিয়ামের কাজ এখনও শেষ হয়নি। ২০১৭ সালে এই স্টেডিয়াম তৈরির কাজ শুরু হয়েছে। কবে এই স্টেডিয়াম সম্পূর্ণ তৈরি হয়ে যাবে তা স্পষ্ট নয়। তবে আগামী কয়েক মাসের মধ্যে যদি ত্রিপুরার এই স্টেডিয়ামের কাজ সম্পূর্ণ হয়ে যায়, তাহলে ইডেন গার্ডেন্সের বদলে নরসিংহগড়েই আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংদের খেলতে দেখা যেতে পারে। আগামী বছর ইডেন গার্ডেন্সের সংস্কার হবে। ফলে কলকাতা নাইট রাইডার্সের নতুন ঘরের মাঠ হতে পারে নরসিংহগড় স্টেডিয়াম।

উত্তর-পূর্ব ভারতে আইপিএল-এর দ্বিতীয় কেন্দ্র

উত্তর-পূর্ব ভারতের শহরগুলির মধ্যে এখনও পর্যন্ত একমাত্র গুয়াহাটিতেই আইপিএল-এর ম্যাচ হয়েছে। এবার ত্রিপুরাতেও আইপিএল-এর ম্যাচ হতে চলেছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব জানিয়েছেন, ‘সম্প্রতি ত্রিপুরার রাজধানী আগরতলার উপকণ্ঠ নরসিংহগড়ে নির্মীয়মান আন্তর্জাতিক স্টেডিয়াম পরিদর্শন করেছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধূমল। তিনি বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে যদি স্টেডিয়ামের কাজ সম্পূর্ণ হয়ে যায়, তাহলে কেকেআর-এর দ্বিতীয় হোম গ্রাউন্ড হতে পারে। অন্য কোনও রাজ্যের দলও এই স্টেডিয়াম ব্যবহার করার সুযোগ পাবে।’

আইপিএল-এর আগে স্টেডিয়াম তৈরি হবে?

ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব জানিয়েছেন, ‘নির্মীয়মান স্টেডিয়ামে আইপিএল ম্যাচ আয়োজনের সুবর্ণ সুযোগ রয়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারির মধ্যে যাতে কাজ শেষ করা যায়, তার জন্য আমরা এক নামী সংস্থাকে দায়িত্ব দিচ্ছি। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম নির্মানের কাজ খতিয়ে দেখবে। যদি এই সংস্থা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারে, তাহলে নতুন কোনও সংস্থাকে দায়িত্ব দিয়ে বাকি কাজ শেষ করব।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'জয়ের মানসিকতা আছে এমন খেলোয়াড় দরকার,' কে এল রাহুলকে কটাক্ষ সঞ্জীব গোয়েঙ্কার

অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে রিটেইন করল না কেকেআর, ঠিক সিদ্ধান্ত নেওয়া হল?

১৩ কোটি টাকা দিয়ে রিঙ্কু সিংকে ধরে রাখল কেকেআর, থাকছেন রাসেল-নারিন

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে