রাচিন রবীন্দ্রর ১৩৪, বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে ৩৫৬ রানে এগিয়ে নিউজিল্যান্ড

ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার রাচিন রবীন্দ্রর অসাধারণ শতরানের সুবাদে বেঙ্গালুরু টেস্ট ম্যাচে ভারতের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে নিউজিল্যান্ড।

বেঙ্গালুরু টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ভারতের চেয়ে ৩৫৬ রানে এগিয়ে নিউজিল্যান্ড। রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, টিম সাউদির অসাধারণ ব্যাটিংয়ের সুবাদেই প্রথম ইনিংসে কিউয়িদের স্কোর ৪০০ পেরিয়ে গেল। শুক্রবার তৃতীয় দিন দ্বিতীয় সেশনে ৪০২ রানে অলআউট হয়ে গেল নিউজিল্যান্ড। ১৫৭ বলে ১৩৪ রানের অসাধারণ ইনিংস খেলেন রাচিন। তাঁর ইনিংসে ছিল ১৩টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি। রাচিনের সঙ্গে দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তোলেন টিম সাউদি। তিনি ৭৩ বলে ৬৫ রান করেন। সাউদির ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি। এর আগে বৃহস্পতিবার ১০৫ বলে ৯১ রান করেন ওপেনার কনওয়ে। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৩৩ রান করেন উইল ইয়াং। ড্যারিল মিচেল করেন ১৮ রান। গ্লেন ফিলিপস করেন ১৪ রান। ভারতের হয়ে ৭২ রান দিয়ে ৩ উইকেট নেন রবীন্দ্র জাডেজা। ৯৯ রান দিয়ে ৩ উইকেট নেন কুলদীপ যাদব। ৮৪ রান দিয়ে ২ উইকেট নেন মহম্মদ সিরাজ। ৪১ রান দিয়ে ১ উইকেট নেন জসপ্রীত বুমরা। ৯৪ রান দিয়ে ১ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন।

ম্যাচ বাঁচানোর লড়াই ভারতের

Latest Videos

বেঙ্গালুরু টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। ফলে দ্বিতীয় দিনই কোণঠাসা হয়ে পড়েন রোহিত শর্মারা। এই ম্যাচে হার বাঁচাতে হলে দ্বিতীয় ইনিংসে ভারতের ওপেনারদের ভালো পারফরম্যান্স দেখানো জরুরি। ইনিংসের শুরুটা ভালো হলে মিডল অর্ডারের উপর চাপ কমবে।

নিউজিল্যান্ডের নায়ক রাচিন

বেঙ্গালুরুতে এখনও রাচিনের আত্মীয়রা থাকেন। শুক্রবার তাঁদের সামনেই শতরান করলেন এই তরুণ অলরাউন্ডার। প্রথম ইনিংসে বোলিং করার সুযোগ পাননি রাচিন। দ্বিতীয় ইনিংসে বোলিং করার সুযোগ পেলে উইকেট নেওয়াই তাঁর লক্ষ্য থাকবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বেঙ্গালুরু টেস্টের তৃতীয় দিন মাঠে নামতে পারলেন না ঋষভ, ফিটনেস নিয়ে চিন্তায় বিসিসিআই

'ভারতকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি সম্ভব নয়', সাফ বার্তা ইসিবি-র, কপাল পুড়ছে পাকিস্তানের?

দেশের মাটিতে টেস্ট ইনিংসে সর্বনিম্ন স্কোর, বেঙ্গালুুরুতে লজ্জায় ভারতীয় দল

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : বাংলাদেশকে ঠুকলেন, মহিষাদলে বিস্ফোরক শুভেন্দু | Bangladesh | Bangla News
ধান আনতে গিয়ে চরম বিপত্তি! নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রাক্টর, দেখুন | Hooghly News Today
জনসংযোগে বেরিয়ে ড্রেনে পরে গেলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার, চিড় ধরেছে বা পায়ে
Asianet News Live: তৃণমূলের বিরুদ্ধে ভয়ানক অভিযোগ বিজেপির,কী বলছেন, দেখুন সরাসরি
ব্যবসায় অশান্তি! সম্পর্ক তলানিতে, এমন কাণ্ড ঘটবে কেউ বুঝতেই পারেনি | Hooghly News Today