
বেঙ্গালুরু টেস্ট ম্যাচের তৃতীয় দিন প্রথম সেশনের পর ভারতের চেয়ে ২৯৯ রানে এগিয়ে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের স্কোর ৭ উইকেটে ৩৪৫। ১০৪ রান করে অপরাজিত ভারতীয় বংশোদ্ভূত রাচিন রবীন্দ্র। তাঁর ১০৪ বলের ইনিংসে আছে ১১টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। ৪৯ রান করে অপরাজিত টিম সাউদি। তাঁর ৫০ বলের ইনিংসে আছে ৩টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। অলআউট হওয়ার আগে ইনিংস ডিক্লেয়ার করবে না নিউজিল্যান্ড। ফলে দ্বিতীয় সেশনে রান বাড়তে চলেছে। এই ম্যাচের এখনও আড়াই দিন বাকি। ফলে ভারতীয় দলের পক্ষে ম্যাচ বাঁচানো খুব কঠিন।
ভারতের বোলারদের ব্যর্থতা
যে পিচে নিউজিল্যান্ডের পেসাররা ভারতীয় দলকে মাত্র ৪৬ রানে অলআউট করে দিয়েছে, সেই পিচেই অনায়াসে রান করে চলেছেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। রবীন্দ্র জাডেজা ৭২ রান দিয়ে ৩ উইকেট নিলেও, ভারতীয় দলের অন্য বোলাররা খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। ৩৬ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা। ৫১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। ৯৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ৮৪ রান দিয়ে ১ উইকেট নেন কুলদীপ যাদব।
নিউজিল্যান্ডের ঝোড়ো ব্যাটিং
দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ছিল ৩ উইকেটে ১৮০। এরপর তৃতীয় দিন প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে ১৬৫ রান করে নিউজিল্যান্ড। মধ্যাহ্নভোজের বিরতির আগে শেষ ৪ ওভারে ৫৮ রান করেন রাচিন-সাউদি। তাঁদের ঝোড়ো ব্যাটিংয়ের সামনে ভারতীয় দলের পেসাররা অসহায় হয়ে পড়েছেন। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড যদি ৪০০ রানে এগিয়ে যায়, তাহলে ভারতীয় দলের পক্ষে ম্যাচ বাঁচানো খুব কঠিন হয়ে যাবে। ফলে হারের আশঙ্কা চেপে বসছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
চিন্নাস্বামীতে লজ্জা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫০ রানও করতে পারলেন না বিরাট-রোহিতরা
দেশের মাটিতে টেস্ট ইনিংসে সর্বনিম্ন স্কোর, বেঙ্গালুুরুতে লজ্জায় ভারতীয় দল
বেঙ্গালুরুতে চেতেশ্বর পূজারার অভাব অনুভব করল ভারতীয় দল, মত অনিল কুম্বলের