বেঙ্গালুরু টেস্টের তৃতীয় দিন মাঠে নামতে পারলেন না ঋষভ, ফিটনেস নিয়ে চিন্তায় বিসিসিআই

বেঙ্গালুরুতে ভারত-নিউজিল্যান্ড টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলা চলছে। ভারতীয় দল কোণঠাসা হয়ে পড়েছে। এরই মধ্যে ঋষভ পন্থের চোট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড টেস্ট ম্যাচের তৃতীয় দিন মাঠে নামতে পারলেন না ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। বৃহস্পতিবার দ্বিতীয় দিন নিউজিল্যান্ডের ইনিংসের ৩৭-তম ওভারে ডান হাঁটুতে চোট পান ঋষভ। মাঠেই তাঁর প্রাথমিক চিকিৎসা হয়। কিন্তু এই উইকেটকিপার-ব্যাটারের পক্ষে খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। ঋষভের পরিবর্তে কিপিং করতে নামেন ধ্রুব জুরেল। শুক্রবার তৃতীয় দিন সকালেও মাঠে নেমেছেন ধ্রুব। মাঠের বাইরেই আছেন ঋষভ। তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে বিসিসিআই মেডিক্যাল টিম। চলতি টেস্টে ঋষভ আর মাঠে নামতে পারবেন কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে। এই উইকেটকিপার-ব্যাটারের চোট কতটা গুরুতর, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

বল ধরতে গিয়ে চোট ঋষভের

Latest Videos

বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর ঋষভের চোট সম্পর্কে ভারতের অধিনায়ক রোহিত শর্মা জানান, ‘হাঁটুতে চোট পেয়েছে ঋষভ। বল সরাসরি ওর নি-ক্যাপে গিয়ে লাগে। ওর যে পায়ে অস্ত্রোপচার হয়েছে, সেখানেই বল লেগেছে। ফলে ওই জায়গাটা ফুলে গিয়েছে। ও পেশিতে চোট পেয়েছে। ওর বিষয়ে আমরা সাবধানী পদক্ষেপ নিচ্ছি।’

অস্ট্রেলিয়া সফরের আগে ঋষভের চোট নিয়ে চিন্তা

অতীতে অস্ট্রেলিয়া সফরে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ঋষভ। তাঁর ব্যাটিংয়ের জন্যই অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে জয় পেয়েছে ভারতীয় দল। এবারের অস্ট্রেলিয়া সফরের আগেও ঋষভের চোট নিয়ে ভারতীয় শিবিরে উদ্বেগ তৈরি হয়েছে। উইকেটকিপিংয়ের চেয়েও মিডল অর্ডারে ঋষভের ব্যাটিং ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঋষভকে যদি ফের বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হয়, তাহলে ভারতীয় দল সমস্যায় পড়ে যেতে পারে। বিশেষ করে অস্ট্রেলিয়া সফরের আগে দলের উপর চাপ তৈরি হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনার স্মৃতি ফিরল, এবার আহত তরুণ ক্রিকেটার মুশির খান

চেন্নাই টেস্ট ম্যাচে বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিচ্ছেন ঋষভ পন্থ! ভাইরাল ভিডিও

India Vs Ireland: ফর্মে হার্দিক-ঋষভ, আয়ারল্যান্ডকে উড়িয়ে দিল ভারত

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : বাংলাদেশকে ঠুকলেন, মহিষাদলে বিস্ফোরক শুভেন্দু | Bangladesh | Bangla News
ধান আনতে গিয়ে চরম বিপত্তি! নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রাক্টর, দেখুন | Hooghly News Today
জনসংযোগে বেরিয়ে ড্রেনে পরে গেলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার, চিড় ধরেছে বা পায়ে
Asianet News Live: তৃণমূলের বিরুদ্ধে ভয়ানক অভিযোগ বিজেপির,কী বলছেন, দেখুন সরাসরি
ব্যবসায় অশান্তি! সম্পর্ক তলানিতে, এমন কাণ্ড ঘটবে কেউ বুঝতেই পারেনি | Hooghly News Today