চিন্নাস্বামীতে লজ্জা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫০ রানও করতে পারলেন না বিরাট-রোহিতরা

Published : Oct 17, 2024, 01:17 PM ISTUpdated : Oct 17, 2024, 01:58 PM IST
Shreyas Iyer, India vs New Zealand, INDvsNZ 1st Test, Kanpur Test

সংক্ষিপ্ত

ন'য়ের দশকে নিউজিল্যান্ড সফরে গেলে ভারতীয় দলের ব্যাটিংয়ের যে দশা হত, বৃহস্পতিবার বেঙ্গালুরুতে ঠিক সেটাই হল। দেশের মাটিতেত লজ্জার মুখে পড়লেন বিরাট কোহলিরা।

অস্ট্রেলিয়া সফরের কথা মাথায় রেখে কি বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরীক্ষা-নিরীক্ষা সেরে নিতে চাইছিল ভারতীয় দল? না হলে যেখানে বৃষ্টির জন্য বুধবার সারাদিন খেলা সম্ভব হয়নি, সেখানে টসে জিতে কেন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেবেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা? যে কারণেই প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হোক না কেন, সেই সিদ্ধান্ত যে ঠিক ছিল না, সেটা হাড়ে হাড়ে বোঝা গেল। মাত্র ৪৬ রানে অলআউট হয়ে গেল ভারতীয় দল। ৩১.২ ওভারেই ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে গেল। বিরাট কোহলি, সরফরাজ খান, কে এল রাহুল, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন রান করার আগেই প্যাভিলিয়নে ফিরলেন। অধিনায়ক রোহিত করলেন মাত্র ২ রান। দুই অঙ্কের রান করলেন শুধু ওপেনার যশস্বী জয়সোয়াল (১৩) ও ঋষভ পন্থ (২০)। কুলদীপ যাদব (২), জসপ্রীত বুমরা (১), মহম্মদ সিরাজ (অপরাজিত ৪) বিশেষ লড়াই করতে পারলেন না।

নিউজিল্যান্ডের ভয়ঙ্কর বোলিং

নিউজিল্যান্ডের হয়ে ১৫ রান দিয়ে ৫ উইকেট নিলেন ম্যাট হেনরি। ২২ রান দিয়ে ৪ উইকেট নিলেন উইলিয়াম ওরুরকি। ৮ রান দিয়ে ১ উইকেট নেন টিম সাউদি।

ভারতের মাটিতে টেস্টে সর্বনিম্ন স্কোর

বৃহস্পতিবার দেশের মাটিতে টেস্ট ম্যাচে কোনও ইনিংসে সবচেয়ে কম রান করল ভারতীয় দল। এর আগে ২০২১ সালে মুম্বইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধেই ৬২ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত। বৃহস্পতিবার লজ্জা বাড়ল। ২০২০ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৬ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারতীয় দল। বৃহস্পতিবার টেস্ট ম্যাচে কোনও ইনিংসে তৃতীয় সর্বনিম্ন রান করল ভারত। বৃহস্পতিবার ভারতের মোট পাঁচজন ব্যাটার রান করার আগেই আউট হয়ে গেলেন। এটাও ভারতীয় দলের পক্ষে লজ্জার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'ভারত নিয়ে কোনও আলোচনা চলবে না,' পাকিস্তানের জুনিয়র ক্রিকেটারদের কড়া বার্তা

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা ২০ জন ব্যাটারের তালিকায় বিরাটের সঙ্গেই রুট

নিউজিল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ পাকিস্তানের, টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় ভারতের

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা