সংক্ষিপ্ত

একদিকে ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ চলছে, অন্যদিকে পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজ চলছে। বিরাট কোহলি ও জো রুটের দিকে ক্রিকেট দুনিয়ার নজর রয়েছে।

আইসিসি টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে বিরাট কোহলির সঙ্গেই সর্বকালের সেরা ২০ জনের তালিকায় জায়গা করে নিলেন জো রুট। ইংল্যান্ডের এই ব্যাটার ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। যোগ্য ব্যাটার হিসেবেই তিনি এই তালিকায় জায়গা করে নিলেন। কেরিয়ারের সেরা রেটিং ৯৩২ পয়েন্ট পেয়েছেন রুট। পাকিস্তানের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে অসাধারণ পারফরম্যান্সের সুবাদেই এই কৃতিত্ব অর্জন করেছেন ইংল্যান্ডের এই তারকা ব্যাটার। টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে সর্বকালের সেরা খেলোয়াড়দের তালিকায় ১৭ নম্বরে উঠে এসেছেন রুট। তিনি সর্বকালের অন্যতম সেরা ব্যাটার হয়ে উঠেছেন। এখানেই থেমে থাকতে চান না রুট। আরও ভালো পারফরম্যান্স দেখানোই তাঁর লক্ষ্য।

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙার লক্ষ্যে রুট

টেস্টে সবচেয়ে বেশি রানের রেকর্ড আছে সচিন তেন্ডুলকরের। সেই রেকর্ড ভাঙার লক্ষ্যে এগিয়ে চলেছেন রুট। মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ২৬২ রান করেন ইংল্যান্ডের এই তারকা ব্যাটার। এটাই টেস্টে তাঁর সর্বাধিক স্কোর। এই ইনিংসের মাধ্যমেই টেস্ট র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন রুট। এর আগে তাঁর সেরা রেটিং ছিল ৯২৩ পয়েন্ট। শুধু নিজে অসাধারণ ব্যাটিং করে যাওয়াই নয়, ইংল্যান্ড দলকেও সাফল্য এনে দিচ্ছেন রুট। বিশেষ করে চাপের মুখে দুর্দান্ত ব্যাটিং করে চলেছেন তিনি। এই কারণেই সর্বকালের অন্যতম সেরা ব্যাটার হয়ে উঠেছেন রুট।

বিরাটের চেয়ে র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে রুট

টেস্ট ক্রিকেটে র‍্যাঙ্কিংয়ে সর্বকালের সেরা ব্যাটারদের তালিকায় ১২ নম্বরে বিরাট। তাঁর সেরা রেটিং ৯৩৭ পয়েন্ট। বিরাটের চেয়ে পিছিয়ে রুট। ৯৬১ রেটিং নিয়ে সবার আগে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডন ব্র্যাডম্যান। ৯৪৭ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ারই স্টিভ স্মিথ। ৯৪৫ রেটিং নিয়ে তৃতীয় স্থানে ইংল্যান্ডের কিংবদন্তি লেন হাটন। ৯৪২ রেটিং নিয়ে চতুর্থ স্থানে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি গ্যারি সোবার্সের সর্বোচ্চ রেটিং ৯৩৮। অপর এক ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডসেরও সর্বোচ্চ রেটিং ৯৩৮। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারারও সর্বোচ্চ রেটিং ৯৩৮।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

টেস্টে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙার লক্ষ্যে এগোচ্ছেন? কী জানালেন জো রুট?

বিরাট কোহলির চেয়ে আবদুল্লা শফিকের রেকর্ড ভালো! হাসির খোরাক শান মাসুদ

'টেস্টে বিরাট কোহলির নেতৃত্ব সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতোই ছিল,' দাবি সঞ্জয় বাঙ্গারের