টি-২০ বিশ্বকাপে ভারতের বাজি কে হতে পারেন? জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Published : Jan 11, 2026, 11:14 AM IST
Sourav Ganguly

সংক্ষিপ্ত

2026 ICC Men's T20 World Cup: টি-২০ বিশ্বকাপ শুরু হতে আর চার সপ্তাহও বাকি নেই। ঘরের মাঠে খেতাব ধরে রাখার লক্ষ্যে খেলতে নামছে ভারতীয় দল। প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) আশাবাদী, ভারতীয় দল ফের চ্যাম্পিয়ন হবে।

DID YOU KNOW ?
সৌরভের ভরসা বরুণ
এবারের টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের সাফল্যের জন্য বরুণ চক্রবর্তীর উপর ভরসা রাখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Indian Cricket Team: আসন্ন টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারতীয় দলকে সাফল্য এনে দেবেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। এমনই আশা করছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তিনি বলেছেন, 'ঘরের মাঠে বিশ্বকাপের চেয়ে বড় কিছু হয় না। ভারত সবসময় আমার ফেভারিট দল। ভারতীয় দলের স্পিন আক্রমণ অত্যন্ত শক্তিশালী। চক্রবর্তী যদি ফিট থাকে, তাহলে ভারতের পক্ষে ভালো হবে।' টি-২০ বিশ্বকাপের আগে দেশের মাটিতে নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে ওডিআই, টি-২০ সিরিজ খেলছে ভারতীয় দল। দেশের মাটিতে ভারতীয় দল বরাবরই অত্যন্ত শক্তিশালী। স্পিনাররা পার্থক্য গড়ে দেবেন বলে আশা করছেন সৌরভ। কোনও দল এখনও পর্যন্ত টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জিততে পারেনি। এবার ভারত সেই নজির গড়তে পারবে বলে আশাবাদী সৌরভ।

টি-২০ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স বরুণের

আইপিএল (IPL 2026) হোক বা আন্তর্জাতিক ক্রিকেট, টি-২০ ফর্ম্যাটে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আসছেন বরুণ। এই ‘বিস্ময়-স্পিনার’ এখনও পর্যন্ত ৩২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে ৫১ উইকেট নিয়েছেন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) টি-২০ সিরিজে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন বরুণ। তিনি পাঁচ ম্যাচের সিরিজে ছয় উইকেট নিয়েছেন। বিপক্ষ দলের ইনিংসের মাঝের ওভারগুলিতে ব্যাটারদের চাপে ফেলে দেন এই স্পিনার। তিনি উইকেট নেওয়ার পাশাপাশি রানও আটকে দেন। এতে ভারতীয় দলের সুবিধা হবে বলেই আশা করছেন সৌরভ।

টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে চার স্পিনার

টি-২০ বিশ্বকাপের জন্য ভারতের যে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে, সেই দলে আছেন চারজন স্পিনার। বরুণ ছাড়াও দলে আছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav), অক্ষর প্যাটেল (Axar Patel) ও ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। এবারের টি-২০ বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায় (Sri Lanka)। পিচ থেকে সাহায্য পেতে পারেন স্পিনাররা। এই কারণেই ভারতীয় দলে স্পিনারদের আধিক্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
পরপর ২ বার টি-২০ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ভারতীয় দল।
২০২৪ সালের পর ২০২৬, টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ভারতীয় দল।
Read more Articles on
click me!

Recommended Stories

ভারত-নিউজিল্যান্ড ওডিআই সিরিজ: চোটের জন্য প্রথম ম্যাচের আগেই ছিটকে গেলেন ঋষভ পন্থ
ডব্লুপিএল ২০২৬: হরমনপ্রীতের দুরন্ত ব্যাটিং, দিল্লি ক্যাপিটালসকে উড়িয়ে দিল মুম্বই ইন্ডিয়ানস