ভারত-নিউজিল্যান্ড ওডিআই সিরিজ: চোটের জন্য প্রথম ম্যাচের আগেই ছিটকে গেলেন ঋষভ পন্থ

Published : Jan 11, 2026, 01:14 AM IST
Rishabh Pant

সংক্ষিপ্ত

India vs New Zealand: রবিবার শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড ওডিআই সিরিজ। কিন্তু তার আগেই ভারতীয় দলের জন্য খারাপ খবর। চোটের জন্য এই সিরিজে খেলতে পারবেন না অভিজ্ঞ উইকটেকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)।

DID YOU KNOW ?
বারবার চোট ঋষভের
গত কয়েক বছরে বারবার চোট পাচ্ছেন ঋষভ পন্থ। ফলে তিনি জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েছেন।

Rishabh Pant Injury: ভারত-নিউজিল্যান্ড ওডিআই সিরিজে (India vs New Zealand ODI Series) খেলতে পারছেন না ঋষভ পন্থ। রবিবার এই সিরিজের প্রথম ম্যাচ। তার আগে শনিবার অনুশীলনে চোট পান এই উইকেটকিপার-ব্যাটার। ভডোদরার (Vadodara) বিসিএ স্টেডিয়ামে (BCA Stadium) শনিবার বিকেলে নেটে ব্যাটিং অনুশীলন করার সময় ভারতীয় দলের এক সাইডআর্ম স্পেশালিস্টের ছোড়া বলে চোট পান ঋষভ। তাঁর পেটে বল লাগে। তিনি মাঠেই যন্ত্রণায় কাতরাতে থাকেন। ভারতীয় দলের ফিজিও ও চিকিৎসক ছুটে যান। তাঁরা চোট পরীক্ষা করে জানান, ঋষভের পক্ষে এই সিরিজে খেলা সম্ভব হবে না। এই উইকেটকিপার-ব্যাটারের চোট গুরুতর কি না, তা এখনও জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত আলাদা করে কোনও চিকিৎসকের পরামর্শ নেননি ঋষভ। তিনি স্ক্যানও করাননি।

ঋষভের পরিবর্ত কে?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ভারতীয় দলে ঋষভ ছাড়াও উইকেটকিপার হিসেবে আছেন কে এল রাহুল (KL Rahul)। ফলে রবিবারের ম্যাচে রাহুলই উইকেটের পিছনে থাকবেন। তারপর ঋষভের পরিবর্ত হিসেবে দলে আসতে পারেন ঈশান কিষান (Ishan Kishan)। এই উইকেটকিপার-ব্যাটার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ এবং টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারতীয় দলে আছেন। বেশ কিছুদিন আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি ঈশান। ফলে টি-২০ বিশ্বকাপের আগে যত বেশি ম্যাচ খেলবেন, ততই তাঁর পক্ষে ভালো হবে।

ঐচ্ছিক অনুশীলনের সময় চোট ঋষভের

শনিবার ভারতীয় ক্রিকেটারদের জন্য ঐচ্ছিক অনুশীলন ছিল। রোহিত শর্মা (Rohit Sharma), রাহুল, রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja), মহম্মদ সিরাজ (Mohammed Siraj), শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) ও শুবমান গিলের (Shubman Gill) সঙ্গে অনুশীলনে যান ঋষভ। এই অনুশীলনেই তিনি চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন। গত কয়েক বছরে বারবার চোট পেয়েছেন এই উইকেটকিপার-ব্যাটার। তিনি আবার চোট পাওয়ায় ভারতীয় দল চিন্তায় পড়ে গিয়েছে। তাঁর চোট দলের সবার কাছে অত্যন্ত স্পর্শকাতর বিষয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২২
২০২২ সালের শেষদিকে দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ পন্থ।
২০২২ সালের শেষদিকে উত্তরাখণ্ডে ঋষভ পন্থের গাড়ি মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে। তিনি গুরুতর চোট পান।
Read more Articles on
click me!

Recommended Stories

ডব্লুপিএল ২০২৬: হরমনপ্রীতের দুরন্ত ব্যাটিং, দিল্লি ক্যাপিটালসকে উড়িয়ে দিল মুম্বই ইন্ডিয়ানস
কথা রাখলেন সুনীল গাভাসকর, জেমাইমা রডরিগেজকে গিটার উপহার, একসঙ্গে গানও গাইলেন