কনিষ্ঠতম ব্যাটার হিসেবে ওডিআই ফর্ম্যাটে দ্বিশতরান, উপ্পলে তাণ্ডব শুবমান গিলের

Published : Jan 18, 2023, 05:24 PM ISTUpdated : Jan 18, 2023, 05:45 PM IST
shubman gill

সংক্ষিপ্ত

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে অসাধারণ ব্যাটিং করলেন শুবমান গিল। তিনি ভারতীয় দলকে বড় স্কোরে পৌঁছতে সাহায্য করলেন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে প্রায় একার কাঁধে ভারতীয় দলকে টানলেন শুবমান গিল। ওপেন করতে নেমে ১৪৯ বলে ২০৮ রান করলেন এই তরুণ ব্যাটার। তাঁর ইনিংসে ছিল ১৯টি বাউন্ডারি ও ৯টি ওভার-বাউন্ডারি। ওডিআই ফর্ম্যাটে সবচেয়ে কম বয়সে দ্বিশতরান করলেন শুবমান। শেষ ১৩ বলে ৬টি ওভার-বাউন্ডারি মারেন এই ব্যাটার। তাঁর অসাধারণ ইনিংসের সুবাদে প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ৩৪৯ রান করল ভারতীয় দল। এদিন একাধিক নতুন রেকর্ড গড়লেন শুবমান। তিনি ভারতীয়দের মধ্যে ওডিআই ফর্ম্যাটে সবচেয়ে কম ইনিংসে ১,০০০ রান পূর্ণ করলেন। সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে হায়দরাবাদে ওডিআই ম্যাচে সবচেয়ে বেশি রান করলেন শুবমান। তিনি যখৎন ১২৪ রানের মাথায় ব্যাটিং করছিলেন, তখন তাঁর ক্যাচ ফস্কান হেনরি শিপলি। এই ক্যাচ ফেলার খেসারত দিতে হল কিউয়িদের। শুবমান এরপর আর কোনও সুযোগ দেননি। দলকে দুর্দান্ত জায়গায় পৌঁছে দিয়ে তবেই ক্রিজ ছাড়েন এই ব্যাটার।

এদিন বড় রান করতে পারেননি বিরাট কোহলি ও ঈশান কিষান। বিরাট ১০ বলে ৮ রান করে মিচেল স্যান্টনারের বলে বোল্ড হয়ে যান। ঈশান ১৪ বলে ৫ রান করে লকি ফার্গুসনের বলে টম ল্যাথামের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। অধিনায়ক রোহিত শর্মা ওপেন করতে নেমে ৩৮ বলে ৩৪ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। সূর্যকুমার যাদব করেন ৩১ রান। হার্দিক পান্ডিয়া করেন ২৮ রান। তিনি তৃতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত আউট হয়ে যান। টিভি রিপ্লেতে দেখা যায়, ড্যারিল মিচেলের বল স্টাম্পের উপর দিয়ে চলে যাওয়ার পর উইকেটকিপার টম ল্যাথামাের গ্লাভসে লেগে বেল পড়ে গিয়েছে। কিন্তু আম্পায়ার আউট দিয়ে দেন। হার্দিকের সঙ্গে শুবমানের জুটি বেশ জমে উঠেছিল। কিন্তু বিতর্কিত সিদ্ধান্তে হার্দিক ফিরে যাওয়ার পর ভারতের রানের গতি কিছুটা কমে যায়। তবে শুবমান একা লড়াই চালিয়ে যেতে থাকেন। ওয়াশিংটন সুন্দর করেন ১২ রান। ৩ রান করে শুবমানকে রান আউট হওয়া থেকে বাঁচাতে নিজে উইকেট ছুড়ে দেন শার্দুল ঠাকুর। কুলদীপ যাদব ৫ রান করে অপরাজিত থাকেন। মহম্মদ শামি ২ রান করে অপরাজিত থাকেন।

নিউজিল্যান্ডের হয়ে ২ উইকেট করে নেন শিপলি ও মিচেল। ১ উইকেট করে নেন লকি ফার্গুসন, ব্লেয়ার টিকনার ও মিচেল স্যান্টনার।

আরও পড়ুন-

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট দলে নেই সরফরাজ খান, ক্ষুব্ধ ভেঙ্কটেশ প্রসাদ

রাহুল-আথিয়ার বিয়ে, তোড়জোড় শুরু ২১ জানুয়ারি থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান

সেক্সটিং বিতর্কের মধ্যেই সোশ্যাল মিডিয়া পোস্ট বাবর আজমের, কী লিখলেন পাকিস্তানের অধিনায়ক?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?