কোমরের চোটের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন শ্রেয়াস আইয়ার

২০২২-এ ওডিআই ফর্ম্যাটে অসাধারণ ফর্মে ছিলেন ভারতীয় দলের মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার। চোটের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি।

কোমরের চোটের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার। মঙ্গলবার বিসিসিআই-এর পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। চোট সারানোর জন্য এবার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাবেন শ্রেয়াস। বিসিসিআই সচিব জয় শাহ এক বিবৃতিতে জানিয়েছেন, 'ভারতীয় দলের ব্যাটার শ্রেয়াস আইয়ার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তাঁর কোমরে চোট রয়েছে। সেই চোটের কারণেই তিনি এই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন।' শ্রেয়াসের পরিবর্ত হিসেবে এই সিরিজে ভারতীয় দলে জায়গা পেলেন রজত পতিদার। মধ্যপ্রদেশ ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই ব্যাটার ঘরোয়া ক্রিকেটে বেশ ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। তিনি এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে কোনও ম্যাচ খেলার সুযোগ পাননি। কিউয়িদের বিরুদ্ধে হয়তো খেলার সুযোগ পেতে পারেন রজত। যদিও টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

গত ৩ ওডিআই ম্যাচে শ্রেয়াস যথাক্রমে ২৮, ২৮ ও ৩৮ রান করেন। তাঁর চোট কতটা গুরুতর সেটা এখনও জানা যায়নি। তবে কোনও চিকিৎসকের সাহায্য নেওয়ার বদলে এই ব্যাটার যখন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাচ্ছেন, তখন আশা করা যায় তাঁর চোট গুরুতর নয়। রিহ্যাবের পর সুস্থ হয়ে উঠতে পারেন শ্রেয়াস। তিনি আপাতত ওডিআই ফর্ম্যাটে জাতীয় দলে না থাকায় এই সিরিজের ৩ ম্যাচেই খেলার সুযোগ পেতে পারেন সূর্যকুমার যাদব। টি-২০ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে এই ব্যাটার। কিউয়িদের বিরুদ্ধে ওডিআই সিরিজে ভারতীয় দলের মিডল অর্ডারের ভরসা সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার।

Latest Videos

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ভারতীয় দলে আছেন- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, ঈশান কিষান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, কে এস ভরত, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রজত পতিদার, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও উমরান মালিক।

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার পর এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ভালো পারফরম্যান্স দেখানোই বিরাট কোহলি, রোহিত শর্মাদের লক্ষ্য। এখন ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে নিউজিল্যান্ড। তবে ভারতীয় দল যদি এই সিরিজ জিতে যায়, তাহলে ঈশান, সূর্যকুমাররাই ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে চলে যাবেন। এই সিরিজেও ভারতের ভরসা বিরাট। গত ৪ ম্যাচে ৩ শতরান করছেন এই তারকা। তাঁর অসাধারণ ফর্ম দলকে ভরসা দিচ্ছে।

আরও পড়ুন-

মকর সংক্রান্তিতে চমক, নিজে তিলের নাড়ু বানালেন সচিন

ভারতীয় ক্রিকেটাররা নিরাপত্তাহীনতায় ভুগছেন, বিস্ফোরক দাবি রবিন উথাপ্পা

হানিট্র্যাপে বাবর আজম! সোশ্যাল মিডিয়ায় ফাঁস ব্যক্তিগত ছবি, অডিও রেকর্ডিং

Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল