২০৮ রানের ইনিংসে একাধিক রেকর্ড শুবমানের, সোশ্যাল মিডিয়া উচ্ছ্বসিত প্রশংসা অনুরাগীদের

Published : Jan 18, 2023, 07:03 PM ISTUpdated : Jan 18, 2023, 07:34 PM IST
Shubman Gill

সংক্ষিপ্ত

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম মাতিয়ে দিলেনব শুবমান গিল। এই তরুণ ব্যাটারের অসাধারণ ইনিংসে উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ভারতের ক্রিকেটপ্রেমীদের নজর ছিল বিরাট কোহলি, রোহিত শর্মা, ঈশান কিষান, সূর্যকুমার যাদবদের দিকে। সম্প্রতি অসাধারণ ফর্মে থাকলেও, শুবমান গিল যেন কিছুটা প্রচারের আড়ালেই ছিলেন। তাঁকে নিয়ে সেভাবে আলোচনা হচ্ছিল না। কিন্তু দিনের শেষে শুবমানই সবাইকে ছাপিয়ে নায়ক হয়ে গেলেন। ওডিআই ফর্ম্যাটে সবচেয়ে কম বয়সি ক্রিকেটার হিসেবে দ্বিশতরান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ফর্ম্যাটে ভারতীয়দের মধ্যে সর্বাধিক স্কোর, ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে কম ইনিংসে ১,০০ রান, হায়দরাবাদে সচিন তেন্ডুলকরের এক ইনিংসে সবচেয়ে বেশি রানের রেকর্ড টপকে যাওয়ার মতো অনেক রেকর্ডই ভেঙে দিলেন শুবমান। এই তরুণের পারফরম্যান্সে মুগ্ধ প্রাক্তন ক্রিকেটার, সতীর্থ, ক্রিকেটপ্রেমীরা। সবাই শুবমানের প্রশংসা করছেন। সোশ্যাল মিডিয়ায় এই তরুণকে নিয়ে অসংখ্য পোস্ট দেখা যাচ্ছে। কয়েক বছর ধরে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট খেলছেন শুবমান। তাঁর প্রতিভা নিয়ে কারও সংশয় ছিল না। কিন্তু এতদিন যেন নিজেকে সম্পূর্ণ মেলে ধরতে পারছিলেন না এই ব্যাটার। অবশেষে বিরিয়ানির শহরেই তাঁর সেরা পারফরম্যান্স দেখা গেল।

 

 

ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে নিউজিল্যান্ড। ফলে টম ল্যাথাম, ফিন অ্যালেনদের বিরুদ্ধে ভারতের লড়াই সহজ হবে না বলেই মনে করেছিলেন অনেকে। তবে সবাইকে ভুল প্রমাণ করলেন শুবমান। ওপেন করতে নেমে তিনি ইনিংসের শেষদিক পর্যন্ত ক্রিজে থাকলেও। অপর প্রান্তে একের পর এক উইকেট পড়তে দেখেও নিজের লক্ষ্যে অবিচল ছিলেন শুবমান। তিনি খুব বেশি ঝুঁকি না নিয়েও ১৪০ স্ট্রাইক রেটে ১৪৯ বলে ২০৮ রান করলেন। তাঁর ইনিংসে ছিল ১৯টি বাউন্ডারি ও ৯টি ওভার-বাউন্ডারি। এটাই ওডিআই ফর্ম্যাটে তাঁর প্রথম দ্বিশতরান।

 

 

পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে ওডিআই ম্যাচে দ্বিশতরান করলেন শুবমান। এই নিয়ে সপ্তমবার ওডিআই ম্যাচে কোনও ভারতীয় দ্বিশতরান করলেন। ওডিআই ফর্ম্যাটে এখনও পর্যন্ত ৮ জন ব্যাটার দ্বিশতরান করলেন। 

 

 

১৯ ইনিংসে তৃতীয় ওডিআই শতরান করলেন শুবমান। শিখর ধাওয়ান ১৭ ওডিআই ইনিংসে তৃতীয় শতরান করে শুবমানের চেয়ে এগিয়ে। তবে ভারতীয় ব্যাটারদের মধ্যে ওডিআই ফর্ম্যাটে ১,০০০ রান করার ক্ষেত্রে শুবমান দ্রুততম। ওডিআই ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক ইনিংসে সবচেয়ে বেশি স্কোর শুবমানেরই। ওডিআই ফর্ম্যাটে কনিষ্ঠতম দ্বিশতরানকারী ব্যাটার শুবমান। এই তরুণ ২৩ বছর ১৩২ দিন বয়সে দ্বিশতরান করলেন। ওডিআই ফর্ম্যাটে প্রথম ১৯ ইনিংসে তাঁর রান ১,১০২। এক্ষেত্রে তিনি সবার আগে।

আরও পড়ুন-

কনিষ্ঠতম ব্যাটার হিসেবে ওডিআই ফর্ম্যাটে দ্বিশতরান, উপ্পলে তাণ্ডব শুবমান গিলের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট দলে নেই সরফরাজ খান, ক্ষুব্ধ ভেঙ্কটেশ প্রসাদ

মকর সংক্রান্তিতে চমক, নিজে তিলের নাড়ু বানালেন সচিন

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম