সংক্ষিপ্ত

পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জেতার পর থেকেই টানা হেরে চলেছে বাংলাদেশ। ভারতের মাটিতে টেস্ট সিরিজে হেরে যাওয়ার পর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচেও হেরে গেল বাংলাদেশ।

মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে সাত উইকেটে জয় পেল দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার ম্যাচের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১০৬ রান তুলে জয় পেল দক্ষিণ আফ্রিকা। এই জয়ের ফলে এক দশক পর এশিয়ার মাটিতে টেস্ট ম্যাচে জয় পেল প্রোটিয়ারা। ২০১৪ সালের জুলাইয়ে গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ম্যাচে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। এক দশকেরও বেশি সময় পর ভারতীয় উপমহাদেশে টেস্ট ম্যাচে জয় পেল প্রোটিয়ারা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে লড়াই করেন মেহিদি হাসান মিরাজ (৯৭), জাকের আলি (৫৮), মাহমুদুল হাসান জয় (৪০) ও মুশফিকুর রহিম (৩৩)। কিন্তু তাতে কোনও লাভ হল না। প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার ফলে হেরে গেল বাংলাদেশ। প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। এরপর প্রথম ইনিংসে ৩০৮ রান করে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ৩০৭ রান করে বাংলাদেশ। জয়ের জন্য এই রান যথেষ্ট ছিল না। ফলে দেশের মাটিতে টেস্ট ম্যাচে সাড়ে তিন দিনেই হেরে গেলেন নাজমুল হোসেন শান্তরা।

টেস্ট চ্যাম্পিয়নশিপে দক্ষিণ আফ্রিকার উন্নতি

বাংলাদেশের বিরুদ্ধে এই জয়ের ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এল দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করামদের পয়েন্ট পার্সেন্টেজ বেড়ে হল ৪৭.৬২। পয়েন্ট তালিকায় নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে টপকে গেল প্রোটিয়ারা। ফলে ভারতীয় দলের উপর কিছুটা চাপ তৈরি হল। অন্যদিকে, ফের হেরে গিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় সাত নম্বরে নেমে গেল বাংলাদেশ। শান্তদের পয়েন্ট পার্সেন্টেজ ৩০.৫৬। ৬৮.০৬ পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে এখনও শীর্ষেই আছে ভারতীয় দল। ৬২.৫০ পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া।

চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট

২৯ অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। এই ম্যাচেও দক্ষিণ আফ্রিকার জয়ের সম্ভাবনাই বেশি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

পিচ শুকনো করতে পাখা ব্যবহার, ক্রিকেট দুনিয়ায় হাসির খোরাক পাকিস্তান

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সহজ জয়, মহিলাদের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

চেন্নাই সুপার কিংসের নেটে অনুশীলন করেই তৈরি হয়েছেন, জানালেন বেঙ্গালুরু টেস্টের সেরা রাচিন