টেস্ট ক্রিকেটে ৫৩১-তম শিকার, সপ্তম সর্বাধিক উইকেট প্রাপক রবিচন্দ্রন অশ্বিন
- FB
- TW
- Linkdin
বৃহস্পতিবার টেস্ট ক্রিকেটে নতুন নজির গড়লেন ভারতীয় দলের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন
টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন ধরে ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন ভারতীয় দলের তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি টেস্ট ক্রিকেটে নতুন নজির গড়লেন।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে সপ্তম সর্বাধিক উইকেটশিকারী রবিচন্দ্রন অশ্বিন
অস্ট্রেলিয়ার অফস্পিনার নাথান লিয়নকে টপকে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সপ্তম সর্বাধিক উইকেট নেওয়ার নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন।
বৃহস্পতিবার টেস্ট ক্রিকেটে ৫৩১-তম উইকেট নিয়ে নতুন নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন
টেস্ট ক্রিকেটে ১০৪-তম ম্যাচ খেলতে নেমে ৫৩১-তম উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে প্রথম ৩ উইকেট নিলেন।
টেস্ট ক্রিকেটে নাথান লিয়নের ৫৩০ উইকেটের নজির ছাপিয়ে গেলেন রবিচন্দ্রন অশ্বিন
নাথান লিয়নকে টপকে যাওয়ার জন্য ৩ উইকেট দরকার ছিল রবিচন্দ্রন অশ্বিনের। টম ল্যাথাম, উইল ইয়াং ও ডেভন কনওয়ের উইকেট নিয়ে লিয়নকে টপকে গেলেন অশ্বিন।
টেস্ট ক্রিকেটে গ্লেন ম্যাকগ্রার মোট উইকেট ছাপিয়ে যাওয়ার লক্ষ্যে রবিচন্দ্রন অশ্বিন
টেস্ট ক্রিকেটে উইকেট নেওয়ার ক্ষেত্রে এখন রবিচন্দ্রন অশ্বিনের সামনে অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রা। তিনি টেস্ট ক্রিকেটে ৫৬৩ উইকেট নিয়েছেন। ম্যাকগ্রাকে টপকে যেতেই পারেন অশ্বিন।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি উইকেট রবিচন্দ্রন অশ্বিনের
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। এতদিন ১৮৭ উইকেট নিয়ে সবার আগে ছিলেন নাথান লিয়ন। ১৮৯ উইকেট নিয়ে তাঁকে ছাপিয়ে গেলেন অশ্বিন।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নাথান লিয়নের চেয়ে কম ম্যাচ খেলে বেশি উইকেট রবিচন্দ্রন অশ্বিনের
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত ৩৯ ম্যাচ খেলেছেন। সেখানে ৪৩ ম্যাচ খেলেছেন নাথান লিয়ন। তা সত্ত্বেও রবিচন্দ্রন অশ্বিনের উইকেট সংখ্যা বেশি।
অস্ট্রেলিয়ার কিংবদন্তি শেন ওয়ার্নের রেকর্ড ছাপিয়ে যাওয়ার লক্ষ্যে রবিচন্দ্রন অশ্বিন
টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৩৭ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার প্রয়াত স্পিনার শেন ওয়ার্ন। তাঁর রেকর্ড ছাপিয়ে যাওয়া থেকে এক ধাপ দূরে রবিচন্দ্রন অশ্বিন।