ভারত সাহসী ক্রিকেট খেলবে, প্রথম টি-২০ ম্যাচের আগে বললেন কোচ লক্ষ্মণ

শুক্রবার থেকে শুরু ভারত-নিউজিল্যান্ডের টি-২০ সিরিজ। এই সিরিজে বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুলদের পাশাপাশি বিশ্রাম দেওয়া হয়েছে প্রধান কোচ রাহুল দ্রাবিড়কেও। অস্থায়ী কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ভিভিএস লক্ষ্মণ।

সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ডের লড়াই হয়নি। ভারতীয় দল সুপার ১২ গ্রুপ ২-তে ছিল। অন্যদিকে, কিউয়িরা ছিল সুপার ১২ গ্রুপ ১-এ। দু'দলই নিজেদের গ্রুপের সেরা হয়ে সেমি ফাইনালে ওঠে। এরপর পাকিস্তানের কাছে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের কাছে ভারত হেরে বিদায় নেয়। এবার দেশের মাটিতে টি-২০ এবং ওডিআই সিরিজে ভারতের মুখোমুখি হচ্ছে কেন উইলিয়ামসনের দল। ২০২০ সালে নিউজিল্যান্ড সফরে টি-২০ সিরিজ ৫-০ ফলে জিতেছিলেন বিরাট কোহলিরা। তার মধ্যে ৪ ম্যাচে জয় এসেছিল সরাসরি। তৃতীয় ম্যাচটি টাই হওয়ার পর সুপার ওভারে জয় পায় ভারত। এবার বেশিরভাগ সিনিয়র ক্রিকেটারকেই বিশ্রাম দিয়েছে ভারত। বিরাট, রোহিত শর্মা, কে এল রাহুলরা নিউজিল্যান্ড সফরে ভারতীয় দলে নেই। ফলে তরুণ ক্রিকেটারদের কাছে ৩ ম্যাচে টি-২০ সিরিজ বড় চ্যালেঞ্জ। এই সিরিজে রাহুল দ্রাবিড়ের অনুপস্থিতিতে কোচের দায়িত্বে থাকা ভিভিএস লক্ষ্মণ অবশ্য বলছেন, সাহসী ক্রিকেট খেলতে তৈরি ভারতীয় দল। পরিকল্পনার ক্ষেত্রেও তাঁরা একগুঁয়ে মানসিকতা ছেড়ে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন লক্ষ্মণ।

প্রথম টি-২০ ম্যাচের আগে লক্ষ্মণ বলেছেন, 'টি-২০ ফর্ম্যাটে স্বাধীনতা, সাহসী মানসিকতা নিয়ে খেলা জরুরি। কিন্তু একইসঙ্গে পরিবেশ-পরিস্থিতি বিবেচনা করেদলের প্রয়োজন অনুযায়ী খেলাও জরুরি। নমনীয়তা বজায় রাখাও জরুরি বলে আমি মনে করি। আমাদের দল এই সিরিজে সেভাবেই খেলবে।'

Latest Videos

এবারের টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের সাফল্যে ব্যাখ্যা করতে গিয়ে লক্ষ্মণ বলেছেন, ‘টি-২০ ফর্ম্যাটে ইতিমধ্যেই প্রমাণ হয়ে গিয়েছে, যে দলের বোলাররা ব্যাট হাতে রান রান করতে পারে সেই দলের ব্যাটিং লাইনআপের গভীরতা বাড়ে। এর ফলে ব্যাটাররা স্বাধীনভাবে খেলার সুযোগ পায়। যে দলের বেশিরভাগ বোলারই ভাল ব্যাটিং করতে পারে, সেই দলই সাফল্য পাচ্ছে। টি-২০ ফর্ম্যাটে এটাই সাফল্যের একমাত্র রাস্তা। আমার মনে হয় সব দলই এই পথ বেছে নেবে। টি-২০ ফর্ম্যাটের দল বাছাই করার ক্ষেত্রে অলরাউন্ডারদেরই প্রাধান্য দেওয়া হবে।’

নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ প্রাক্তন ক্রিকেটার লুক রঞ্চি বলেছেন, 'টি-২০ ম্যাচ মানেই প্রথম বল থেকে বড় শট খেলার চেষ্টা করতে হবে, সেটা অনেকেই মনে করে। কিন্তু সেটা সবসময় ঠিক নয়। পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী খেলতে হয়। বিশ্বকাপে ভিন্ন পরিস্থিতি, অন্য ম্যাচে ব্যবহৃত পিচে খেলতে হয়েছে। শুধু ভারতই নয়, আমাদেরও সেই পরিস্থিতিতে খেলতে হয়েছে। তাই একটু রক্ষণশীল হয়েই সব দলকে খেলতে হয়েছে।'

আরও পড়ুন-

টি-২০ বিশ্বকাপ অতীত, শুক্রবার থেকে যাত্রা শুরু নতুন চেহারার ভারতীয় দলের

ধোনি ক্রিজে থাকলে ভারত জিততেই পারত, স্মৃতিচারণায় কিউয়ি ক্রিকেটাররা

T20 World Cup Final : পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড

Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও