ভারত সফরে টি-২০ সিরিজে নিউজিল্যান্ড দলে নেই উইলিয়ামসন, সাউদি, নেতৃত্বে স্যান্টনার

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের পর দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলবে ভারত। এই সিরিজের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে কিউয়িরা।

ভারত সফরে টি-২০ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল নিউজিল্যান্ড। ২৭ জানুয়ারি শুরু ভারত-নিউজিল্যান্ড টি-২০ সিরিজ। ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ২ দল। তবে তার আগে ভারত ও নিউজিল্যান্ড ওডিআই সিরিজ খেলবে। ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে অধিনায়ক কেন উইলিয়ামসন ও অভিজ্ঞ পেসার টিম সাউদিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। এই সিরিজে কিউয়িদের নেতৃত্বে থাকবেন অফস্পিনার মিচেল স্যান্টনার। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন স্যান্টনার। সেই কারণেই হয়তো তাঁকে ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে নেতৃত্বের ভার দেওয়া হল। এই সিরিজে নিউজিল্যান্ড দলে সুযোগ দেওয়া হয়েছে বাঁ হাতি পেসার বেন লিস্টার ও হেনরি শিপলি। নিউজিল্যান্ডের পুরো দল- মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেন ক্লিভার, ডেন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, বেন লিস্টার, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মাইকেল রিপন, হেনরি শিপলি, ইশ সোধি ও ব্লেয়ার টিকনার।

এ বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ। সে কথা মাথায় রেখেই নিউজিল্যান্ডের ক্রিকেটারদের প্রয়োজনীয় বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। উইলিয়ামসন ও সাউদি ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলবেন। এ প্রসঙ্গে নিউজিল্যান্ডের নির্বাচক গাভিন লারসেন বলেছেন, ‘বেন ওর কেরিয়ারের শুরুতেই অকল্যান্ডে লাল ও সাদা বলের ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। ২০১৭ সালের শেষদিকে ওর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। তারপর থেকে ও টি-২০ ও লিস্ট এ ক্রিকেটে প্রচুর উইকেট নিয়েছে। ও বল স্যুইং করাতে পারে। বাঁ হাতি পেসার হিসেবে ওর খেলা অত্যন্ত আকর্ষণীয়। গত বছর বেনের সফর যেভাবে শেষ হয়েছিল, তাতে আমাদের সবারই খারাপ লেগেছিল। তারপর ও কঠোর পরিশ্রম করে। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স দেখিয়ে ও প্রত্যাবর্তন ঘটিয়েছে।’

Latest Videos

গত বছর নিউজিল্যান্ড এ দলের হয়ে ভারত সফরে এসে অসুস্থ হয়ে পড়েন লিস্টার। তাঁর নিউমোনিয়া হয়। বেঙ্গালুরুতে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। এরপর তিনি দেশে ফিরে যান। চলতি মরসুমে অকল্যান্ডের হয়ে বেশ ভালো পারফরম্যান্স  দেখাচ্ছেন লিস্টার। সুপার স্ম্যাশ প্রতিযোগিতায় ৩ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন। ফোর্ড ট্রফিতে ৬ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন লিস্টার। এই অসাধারণ পারফরম্যান্সের সুবাদেই ভারত সফরে টি-২০ সিরিজ নিউজিল্যান্ড দলে সুযোগ পেলেন তিনি। এই পেসার ভারত সফরে ভালো পারফরম্যান্স দেখাবেন বলেই আশা কিউয়িদের।

আরও পড়ুন-

বোলিং উপভোগ করছি, ফিটনেসের উন্নতি হওয়ায় ভালো লাগছে, জানালেন ম্যাচের সেরা কুলদীপ

৫ নম্বরে ব্যাটিং উপভোগ করছেন, ইডেনে ভারতকে জিতিয়ে বললেন কে এল রাহুল

রাহুলের অপরাজিত অর্ধশতরান, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ জয় ভারতের

Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari